১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কীর্তনখোলা নদী এলাকা থেকে ৬ লাখ রেণুপোনাসহ আটক ১

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক।।
বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ৫ লাখ ৯৫ হাজার পিস গলদা চিংড়ির রেণুপোনাসহ একজনকে আটক করা হয়েছে। শনিবার (০২ জুলাই) সকালে কোস্ট গার্ডের বরিশাল স্টেশন কীর্তনখোলা নদী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫ লাখ ৯৫ হাজার পিস গলদা চিংড়ির রেণুপোনাসহ ট্রাকচালককে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে. এম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত রেণু পোনার বাজার মূল্য প্রায় টাকা ১১ লাখ ৯০ হাজার টাকা।

পোনাগুলো উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে বরিশাল নগরের ডিসিঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। আটক ট্রাকচালক ও ট্রাক কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ