১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নিলুফার মঞ্জুর : —উজ্জ্বল প্রদীপ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিলুফার মঞ্জুর —উজ্জ্বল প্রদীপ

রাতদিন কেটে যাচ্ছে অলীক কল্পনা ঘোরে

বৈষয়িক মহামারী করোনা রেখেছে সারা বিশ্ব ঘিরে ।

থেমে যাচ্ছ হাজারো জীবন স্পন্দন।

নিভে যাওয়া কিছু উজ্জল নক্ষত্র, জাতিকে ফেলছে বিশাল শূন্যতায়।

নিলুফার মঞ্জুর তেমনি এক উজ্জ্বল প্রদীপ,

শিখা ছড়িয়েছে হাজারো প্রানে।

কখনো তুমি অভিভাবক, কখনো শিক্ষক, কখনো শিক্ষাবিদ।

কতজন প্রতিক্ষায় থাকতো তোমার একটু সান্নিধ্যের অপেক্ষায়।

দেশ ও জাতির উন্নয়নের গড়ে তুলেছিলে- উন্নত শিক্ষালয়।

তোমার হাতে গড়া শত সহস্র প্রদীপ্ত শিখা।

আজ বেদনা বিধুর, অশ্রুসিক্ত।

লেখা হয় না তাদের নাম ইতিহাসের পাতায়

নীরবে নিভৃতে তবু জাতিকে শিক্ষা দিয়ে যায়।

তুমি মানুষ গড়ার কারিগর,

হাতে তুলে নিয়েছিলে মানুষ গড়ার অঙ্গীকার।

গড়ে তুলেছ শুবাসিত বাগান-সানবিমস স্কুল,

যা থেকে সুগন্ধি ছড়িয়েছে দেশের প্রতিটি কোণায়।

এ ধারা অব্যাহত থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে।

ইংরেজি ধারার শিক্ষা ব্যবস্থায় তোমার অবদান অপরিসীম,

তুমি বুঝিয়েছ, জাতীয় জীবনে শিক্ষার প্রয়োজনীয়তা।

শিক্ষককে সম্মান দিতে কখনো ভুল করো না।

শিক্ষা ক্ষেত্রে তোমার প্রতিষ্ঠিত পরিবর্তনের ভাবধারায়

তোমাকে নিয়ে গেছে জাতি গঠনের অনন্য উচ্চতায়।

সর্বশেষ