৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী তিন দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
বুধবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
মো. শাহীনুল ইসলাম জানান, এই তিন দিন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, এই সময়ে সারা দেশেই প্রকৃতি শুষ্ক থাকার সম্ভাবনা কম। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মসিংহ এবং সিলেট বিভাগেই বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে।

৩০ এবং ৩১ জুলাই সারা দেশের মধ্যাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। কিন্তু পরে তা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরাঞ্চলে হালকা বাতাসসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

সর্বশেষ