৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালের নথুল্লাবাদ টার্মিনালে বাস চলাচল স্বাভাবিক ঝালকাঠিতে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানকে শোকজ কাউখালীতে পরকীয়া জানাজানি হওয়ায় গৃহবধূর আত্মহত্যা বাউফলে জেলেদের ৬ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ ঝালকাঠিতে নেতার প্রার্থীর পক্ষে কাজ না করায় আ.লীগের ১০জন বহিষ্কার গৌরনদীতে ১০৪ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা নথুল্লাবাদ কেন্দ্রীয় টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানিয়ে বরিশালে বিএনপির লিফলেট বিতরণ চাঁদপুরায় গণকের কথায় খলিলের মাংসের দোকানে তালা দিয়েছে মেম্বার ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ‌আহত ৩৫

উজিরপুরে সিত্রাং তান্ডব মাছের ঘেড়,আমন ধানের ক্ষতি সহ শতাধিক বসতঘর বিধস্থ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নাজমুল হক মুন্না
উজিরপুরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ৩ শতাধিক মাছের ঘেড়, কয়েক হাজার একর জমির আমন ধান, শবজি খেত সহ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক ক্ষতি হয়েছে আরো অনেক বাড়ি-ঘর।
সোমবার রাতে উপজেলার বিভিন্নস্থানে আঘাত হানে ঘূর্ণিঝড় সিত্রাং। এতে করে গাছপালা ওপড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বাড়ি-ঘরের। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপজেলার প্রতিটি ইউনিয়নে। প্রচণ্ড বাতাসে গাছ উপড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে ঘর-বাড়ি এবং বৃষ্টি,নদীর পানিতে তলিয়ে গেছে অনেক মাছের ঘেড়,নষ্ট হয়েছে সবজি খেত,যাহার ক্ষতির পরিমাণ এখই বলা যাচ্ছে না,এ ছাড়া ঢাকা -বরিশাল মহা সড়কে গাছ পরে যানবাহন চলাচল বন্দ্ব হয়ে গেলে উজিরপুর ফায়ার সার্ভিস কর্মিগণ তাতক্ষনিক যানবাহন চলাচল সাভাবিক করে দেন।
অন্যদিকে, বিদ্যুতের তারের ওপর গাছ উপড়ে পড়ে উপজেলার বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে করে চরম দুর্ভোগে রয়েছে উপজেলা বাসী। মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় । বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক সমস্যা তীব্র আকার ধারণ করেছে

উপজেলা পল্লী বিদ্যুতের ডেপুটি ম্যানেজার জানান , ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্নস্থানে বিদ্যুতের তার ছিড়ে গেছে,বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ । সকাল থেকেই আমাদের কর্মীরা বিদ্যুতের লাইন মেরামতের জন্য কাজ করছেন। আশা করছি শিগগিরই বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হবে। তবে পৌরসভার বাহিরে বিদ্যুৎ চালু করতে সময় লাগতে পারে। এই রিপোর্ট লেখা প্রযত্ন উজিরপুর পৌর এলাকায় বিদ্যুৎ পেলেও উপজেলার অধিকাংশ এখনো বিদ্যুৎ সংযোগ বিহীন রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজীন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ক্ষতিগ্রস্থদের মাঝে মাননীয় প্রধান মন্ত্রী’র পক্ষে শুকনো খাবার বিতরণ করেন।

সর্বশেষ