২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

করোনায় মারা গেলেন সাবেক অতিরিক্ত সচিব

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী ডেস্ক:
অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) থাকা অতিরিক্ত সচিব কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট-২-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

তৌফিকুল আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিসিএস ৮৬ ব্যাচের অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান।

তথ্য কমিশনের সাবেক অতিরিক্ত সচিব তৌফিকুল আলম করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর এপ্রিলে ঢামেকে করোনা ইউনিট চালু করার কয়েক দিন পরে ভর্তি হন। তখন থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কিছুদিন পর কিছুটা সুস্থ হলে তাকে ভিআইপি কেবিনে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে আবার তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে সর্বশেষ তাকে হাসপাতালের নতুন ভবনের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ১০টায় তারা যান তিনি।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২০৫ জন। মারা গেছেন ৪৩২ জন। সুস্থ হয়েছেন ছয় হাজার ১৯০ জন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৭ হাজার ৫৭২ জন। মৃতের সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৩২ জন। সুস্থ হয়েছেন প্রায় ১৯ লাখ ৫২ হাজার ৪৯০ জন।

সর্বশেষ