২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
নাজিরপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় আহত ১২ ভোলায় নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড বরিশালে শিশুসহ যাত্রীবেশে অটোরিশায় উঠে ছিনতাই, দম্পতিসহ গ্রেপ্তার ৪ কাশিপুরে জনসংযোগ করেন আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী খান মামুন কলাপাড়ায় নিখোঁজের ১৭ ঘন্টা পর শ্রমিকের লাশ উদ্ধার পটুয়াখালীতে জাল ভোট দিতে গিয়ে শ্রীঘরে নারী গলাচিপায় কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালিত গলাচিপায় মাঠে মাঠে হলুদ সূর্যমুখী ফুলের সমারোহ নির্বাচনের প্রার্থীর পক্ষে ট্যাংক ভর্তি ফ্রী শরবত খাওয়ানোর দায়ে ১ জনের কারাদণ্ড বৃষ্টির জন্য গলাচিপায় ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত

করোনায় ১১৯ দিনে সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৪৪

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক :: করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩৩৭ জনে।

এর আগে চলতি বছরের ২৭ মে করোনায় ২২ জনের মৃত্যু হয়। সে হিসেবে গত ১১৯ দিনের মধ্যে এটিই সর্বনিম্ন মৃত্যু।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৪৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ে সরকারি ও বেসরকারি ৮১৪টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৫ লাখ ৫১ হাজার ৯৭০টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬৫৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত ২৪ জনের মধ্যে বিশোর্ধ্ব ২ জন, ত্রিশোর্ধ্ব ২ জন, চল্লিশোর্ধ্ব ২ জন, পঞ্চাশোর্ধ্ব ৭ জন, ষাটোর্ধ্ব ৭ জন এবং সত্তরোর্ধ্ব ৪ জন রয়েছেন।

বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রামের ৬ জন, খুলনায় ৩ জন, সিলেটে ৩ জন এবং রংপুর বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ