২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের পছন্দের প্রার্থী জসিম উদ্দিন পৈত্তিক সম্পত্তি বেদখল হওয়ায় নিঃশ্ব হয়ে গেলেন নিরঞ্জন মিত্র ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার

কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়ে ৪ ববি শিক্ষার্থীর আবেদন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক।।
নিরাপত্তা চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চার শিক্ষার্থী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। তাদের ভাষ্য, কয়েকজন ছাত্র ধারালো অস্ত্র নিয়ে তাদের খুঁজছেন। নিরাপত্তা না থাকায় পড়ালেখার ধারাবাহিকতা নষ্ট হচ্ছে; এমনকি ক্যাম্পাসে অবস্থান করাও তাদের জন্য ভীতিকর।

আবেদনকারী শিক্ষার্থীরা হলেন- ববির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইরাজ রব্বানী, রসায়ন বিভাগের সাইমুন ইসলাম; বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন ও লোক প্রশাসন বিভাগের রাব্বি খান। প্রথম দুজন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর, বাকি দুজন বিভাগীয় চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে শিক্ষার্থীরা বিভিন্ন তারিখ ও সময়ের কথা উল্লেখ করে বলেছেন, গত ২০ জুলাই থেকে বেশ কিছুদিন ধরে ক্লাস চলাকালীন ধারালো অস্ত্র নিয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের গণিত বিভাগের মহিউদ্দিন আহমেদ সিফাতসহ বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের প্রত্যেককে আলাদাভাবে খুঁজতে থাকেন।

আরও কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতে তাদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন। বর্তমান পরিস্থিতিতে ক্যাম্পাসে যাওয়া ও অবস্থান করা ভীতিকর হয়ে উঠেছে বলেও অভিযোগে জানান তারা।

এ বিষয় সম্পর্কে জানতে গেলে গণিত বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ সিফাত দাবি করেন, ছাত্রলীগের বিরোধী শিবির তাকে হেয় করার জন্যই এমন মিথ্যে অভিযোগ দিয়েছে। কারণ, যারা অভিযোগ দিয়েছে তারা শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালনা করছেন। তারা ক্লাস করছেন, পরীক্ষা দিচ্ছেন এমন প্রমাণ আমাদের কাছে রয়েছে।

কাউকে খোঁজার মতো কোনো ঘটনাও ঘটেনি বলে জানিয়ে সিফাত বলেন, ক্যাম্পাসের পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি ভিন্ন দিকে পরিচালিত করতে মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড.মো. খোরশেদ আলম বলেন, আমার কাছে যে আবেদনগুলো এসেছে, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানদের সাথে কথা বলা হবে। সেইসাথে ওই শিক্ষার্থীদেরও ডাকা হবে, তাদের কাছ থেকে সমস্যার ধরণগুলো শুনে আমাদের বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বা ক্ষমতার মধ্যে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ