২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের পছন্দের প্রার্থী জসিম উদ্দিন পৈত্তিক সম্পত্তি বেদখল হওয়ায় নিঃশ্ব হয়ে গেলেন নিরঞ্জন মিত্র ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার

কাউখালীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেল ১০০ গৃহহীন পরিবার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় পিরোজপুরের কাউখালীতে আরও ১০০ টি ভূমিহীন পরিবারকে জমির মালিকানাসহ সেমিপাকা ঘর পেয়েছে। বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্বোধন করেন। এরপর কাউখালীতে ১০০ টি ভূমিহীন পরিবারকে জমির মালিকানাসহ ঘরের চাবি হস্থান্তর করা হয়।

এ উপলক্ষে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে কাউখালী উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার সাইদুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক মনজুরুল পায়েল, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা জানান, আরো ১২৫ টি ঘরের কার্যক্রম চলমান রয়েছে।

আশ্রয়নে ঘর পেয়ে উপকরোগী শাহাদত হোসেন ও জেসমিন বেগম জানান, আগে আমাদের ঠিকানা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে আমাদের স্থায়ী ঠিকানা হলো।

আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা উপলক্ষে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ