২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না বরগুনায় বাড়ছে ডায়রিয়া রোগী, জায়গা নেই হাসপাতালের মেঝেতেও

গলাচিপায় ধর্ষণের পর হত্যার হুমকি, এসএস‌সি পরীক্ষার্থীর আত্মহত্যা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: পটুয়াখালীর গলাচিপায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মারুফা আক্তার (১৬) নামে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক কিশোরী। গত রোববার (৪ জুন) বিকেলে সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মঙ্গলবার (৬ জুন) ভোরে মারুফার মৃত্যু হয়।

মৃত মারুফা আক্তার গলাচিপা উপজেলার চিকনকান্দী ইউনিয়নের কোটখালী এলাকার মৃত আবু সালেহের মেয়ে এবং স্থানীয় বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সে।

মারুফার বোন তামান্না আক্তার অভিযোগ করে বলেন, আমাদের পাশের বাড়ির বাসিন্দা ও দুই সন্তানের জনক কামাল হোসেন নুহু হাওলাদার (৪০) কোটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদে চাকরি করে। তিনি প্রায় এক বছর ধরে আমার বোনকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত শুক্রবার (২ জুন) রাতে মারুফা প্রকৃতির ডাকে সাড়া দিতে বসত ঘরের বাইরে টয়লেটে যায়। ওই সময় আগে থেকে ওঁত পেতে থাকা নুহু হাওলাদার তাকে মুখ চেপে ধর্ষণ করে।

তামান্না আক্তার আরও বলেন, বিষয়টি প্রথমে আমরা জানতাম না। ঘটনার পর মারুফা কথা বলা ও খাওয়া-দাওয়া বন্ধ করে দিলে মা আমাকে বিষয়টি জানান। গত রোববার (৪ জুন) আমি মারুফাকে নিয়ে আমার আরেক বোনের বাসায় যাই। সেখানে গিয়ে মারুফা ধর্ষণের বিষয়ে আমাদের জানিয়ে বলে, বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে নুহু হাওলাদার। পরে (৪ জুন) বিকেলে বোনের বাসা থেকে নিজেদের বাড়িতে এসে পরিবারের সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি।

হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মঙ্গলবার (৬ জুন) ভোরে মারুফার মৃত্যু হয় জানিয়ে বড় বোন তামান্না বলেন, এ ঘটনায় আমার মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের জন্য গিয়েছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানিয়েছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গাইন।

এদিকে বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন কোটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-মামুন। তিনি বলেন, বিষয়টি লিখিতভাবে জানালে সরকারি নিয়োগপ্রাপ্ত দপ্তরি নুহু হাওলাদারের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই মিরাজ মোল্লা জানান, কিশোরীর সুরতহাল প্রতিবেদন করতে গিয়ে পায়ের নিচে কালো দাগ দেখা গেছে। ধর্ষণের বিষয়টি পরিবার জানিয়েছে। বাকিটা ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যাবে।

সর্বশেষ