৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গলাচিপায় বৃষ্টির জন্য নামাজ আদায়ের পরেই হলো বৃষ্টি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী।
প্রচন্ড খরতাপে পুড়ছে জনজীবন।রোদ আর গরমে অতিষ্ট হয়ে পরছে সাধারন মানুষ।বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও নেই কোন বৃষ্টি।বৃষ্টি না হওয়ার কারনে নষ্ট হচ্ছে ফসল ।নেমে গেছে পানির স্তর। দেখা দিয়াছে পানির তীব্র সংকট। মহান আল্লাহর কাছ থেকে বৃষ্টি কামনায় গলাচিপা উপজেলা ইমাম পরিষদ ডাকুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আটখালী তেতুল তলা জামে মসজিদ ময়দানে বিশেষ নামাজ ( সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন ইমাম ও গ্রামবাসী।
মঙ্গল বার সকাল ৯ টায় গলাচিপা ডাকুয়া ইউনিয়নের আটখালী তেতুলতলা জামে মসজিদ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয়।ইস্তেখারা নামাজে ইমামতি করেন গলাচিপা উপজেলা ইমাম পরিষদ সাধারন সম্পাদক হাফেজ মাওলাণা আঃ কাইউম সাহেব।নামাজ শেষে অনাবৃষ্টির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন গলাচিপা উপজেলা ইমাম পরিষদ সভাপতি মাওলানা মোঃ অলিউল্লাহ সাহেব ইমাম ও খতিব গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ। এ বিষয়ে মাওলানা মোঃ শফিকুল ইসলাম বলেন দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুবই বিপদে আছে।বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন।আল্লাহর কাছে চাওয়া সুন্নাত।আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।

সর্বশেষ