২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পৈত্তিক সম্পত্তি বেদখল হওয়ায় নিঃশ্ব হয়ে গেলেন নিরঞ্জন মিত্র ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না

গলাচিপা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে অ্যাড. ফখরুল ইসলাম মুকুলের মত বিনিময়

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় শনিবার সন্ধ্যায় গলাচিপা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল। এ সময় তিনি গলাচিপা প্রেস ক্লাবের কল্যাণের জন্য একটি ৩২” এলইডি টিভি প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডসহ সাংবাদিকদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য অরিন্দম হালদার, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সরোয়ার আখি, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সাহেব আলি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশরাত হোসাইন আব্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহরিয়ার কামরুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরীফ আহম্মেদ আসিফসহ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ ছাড়া গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মশিউর রহমান বাবুল (যুগান্তর), সাজ্জাদ আহমেদ মাসুদ (বাংলাদেশ প্রতিদিন), রফিকুল ইসলাম রুবেল (কালের ছবি), হারুন-অর-রশিদ (নয়া দিগন্ত), মো. জাকির হোসেন (দিনকাল), মো. জাহাঙ্গীর হোসেন (ইনকিলাব), মুনতাসির মামুন (ভোরের কাগজ), মো. রিয়াদ হোসাইন (যায় যায় দিন), মো. মাসুদ (আমাদের অর্থনীতি), মো. নাসির উদ্দিন (আমাদের সময়), মো. হাসান এলাহি (মাই টিভি), সঞ্জিব দাস (বাংলাদেশ বুলেটিন), কমল সরকার (ভোরের কলাম), বিনয় কর্মকার (সময়ের আলো), মো. সাকিব হাসান (বাংলাদেশ টুডে), সঞ্জীব কুমার সাহা (দ্যা নিউ ন্যাশন), মো. নাসির উদ্দিন প্যাদা (দিন প্রতিদিন) প্রমুখ। মত বিনিময়কালে ফখরুল ইসলাম মুকুল বলেন, ‘করোনা মহামারীর সময় সাংবাদিকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও দেশ ও জাতির যে কোন ক্রান্তিলগ্নে সাংবাদিকরাই সবার আগে এগিয়ে আসবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি।’ এ ছাড়া তিনি সবসময় সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন।

সর্বশেষ