৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘোপখালীর হত দরিদ্র হারুন খানের বসতবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিলেন এলাকার আজগর ও শামিম বাহিনী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ঘোপখালীর হত দরিদ্র হারুন খানের বসতবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিলেন এলাকার আজগর ও শামিম বাহিনী ।
ভ’ক্তভুগী ও এলাকা সূত্রে জানাযায় ২৬ এপ্রিল সোমবার সকালে জমিজমা ও পূর্ব শত্রæতার জেরধরে পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ঘোপখালীর হত দরিদ্র হারুন খা পিতা- নবী নেওয়াজ খা প্রায় ২ বৎসর পূর্বে কবলাকৃত জমিতে ঘর তুলে বসবাস করে আসছিলেন এবং জমি নিয়ে একটি সালিস বৈঠক হওয়ার কথাও ছিল। কিন্ত এলাকার আজগর আলী হাওলাদার পিতা- মৃত গনি হাওলাদর, আলী আহম্মেদ হাওলাদার পিতা- গনি হাওলাদার,শামিম হাওলাদর পিতা-আজগর আলী হাওলাদর, সোহাগ হাওলাদার পিতা- আজগর আলী হাওলাদার, মোস্তফা হাওলাদার পিতা-মৃত হযরত আলী হাওলাদার, নান্নু হাওলাদার পিতা- মোস্তফা হাওলাদার ও ফারুক হাওলাদার পিতা- নুর ইসলাম বাসেদ হাওরাদারসহ আরও ৮/১০ জনের বাহিনী বসতবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দেন। এ সময় আজগর ও শামিম বাহিনী হারুন খানের বাড়ী ঘর ভাংচুর করে ঘরটি উপুর করে ফলে দেন ঘরটি সম্পূর্ন ভেঙ্গে ফেলেন। এ ছাড়াও বাড়ীর সকল গাছপালা কেটে ব্যাপক ক্ষতি সাধন করেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ