২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

চার শিশুর মুক্তিতে অগ্রণী ভুমিকা পালনকারী দুই বিজ্ঞ আইনজীবীকে শুভেচ্ছা-অভিনন্দন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী: রঙ্গশ্রী ইউনিয়নের ৪ শিশুকে যশোর সংশোধন কেন্দ্র থেকে মুক্তির অগ্রনায়ক ব্যারিস্টার মরিয়ম তাইমুর খন্দকার এবং এডভোকেট জামীউল হক ফয়সালকে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ” এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি।

উল্লেখ্য, ০৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে আইনজীবী জামীউল হক ফয়সালাকে বিস্তারিত ঘটনাটি সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ” এর পক্ষ থেকে জানিয়ে তার সহযোগিতা কামনা করা হয়। এডভোকেট জামিউল হক ফয়সাল দ্রুত নবনিযুক্ত এটর্নি জেনারেলকে ঘটনাটি বিস্তারিত অবহিত করেন। নবনিযুক্ত এটর্নি জেনারেলের পরামর্শে ব্যারিস্টার মরিয়ম তাইমুর খন্দকার এবং এডভোকেট জামীউল হক ফয়সাল হাইকোর্টের সামনে লিখিতভাবে ঘটনাটি নজরে আনেন। মহামান্য হাইকোর্ট রাতেই দ্রুত উক্ত শিশুদের মুক্তির লক্ষে নির্দেশনা প্রদান করেন। শিশু মুক্তির লক্ষে রাতে কোর্ট বসানো বাংলাদেশে এমন ঘটনা এটিই প্রথম।

গর্বের বাকেরগঞ্জ এর পক্ষে-
মোজাম্মেল হোসেন মোহন
প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক , গর্বের বাকেরগঞ্জ।

মোঃ সাইফুল ইসলাম কাজল
সদস্য সচিব, গর্বের বাকেরগঞ্জ।

সর্বশেষ