২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের পছন্দের প্রার্থী জসিম উদ্দিন পৈত্তিক সম্পত্তি বেদখল হওয়ায় নিঃশ্ব হয়ে গেলেন নিরঞ্জন মিত্র ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি’র পৃথক অভিযান; মদ ও ফেন্সিডিল আটক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সীমান্তে ৫৮ বিজিবি’র মাদকবিরোধী পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ও ফেন্সিডিলসহ এক মাদককারবারি আটক হয়েছে। ফেন্সিডিলসহ আটককৃত আসামি হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের মঝেরপাড়ার মৃত শাহজাহান হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেন।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত উথলী বিওপি’র ৩ সদস্য বিশিষ্ট টহল দল নায়েক মোঃ শাহেদ আলীর নেতৃত্বে বুধবার (১২ই মে) রাত সাড়ে ১১টার সময় সীমান্ত পিলার ৭৫ হতে আনুমানিক ৩ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামের মাঝেরপাড়ায় মোঃ বারেক হোসেনের বাঁশবাগানের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদককারবারিকে আটক করা হয়।

একই ব্যাটালিয়নের অধীনস্ত মাধবখালী বিওপি’র ৪ সদস্য বিশিষ্ট টহল দল নায়েক মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার (১৩ই মে) ভোর ৬টার সময় সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের মাঠের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় মদ আটক করে।

এছাড়া বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার সময় বেনীপুর বিওপি’র ৫ সদস্য বিশিষ্ট টহল দল সুবেদার মোঃ আমজাদ হোসেন মোল্লার নেতৃত্বে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার নবদুর্গাপুর গ্রামের পানবরজের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭২ বোতল ভারতীয় মদ আটক করে।

বিজিবি কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

সর্বশেষ