৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরের ভাসানি মিলনায়তন চত্বরে শিশু কিশোরদের চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদ আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতা উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক আবু হাশেম তালুকদারের সভাপতিত্বে চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণদাস, রকিবুল হাসান রতন,যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রন্জন, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান,
সহ দপ্তর সম্পাদক এনামুল হক,জেলা জিয়া পরিষদের সদস্য সচিব অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু,জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি আনোয়ার হোসনে রাজেশ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী এই চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।
আগামি ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন দিবসে জেলা বিএনপি কর্তৃক আয়োজনে আলোচনা সভায় বিএনপির স্হায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজীয়দের মধ্যে পুরুস্কার বিতরণ করবেন বলে জানান।

সর্বশেষ