৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে জোড়াতালি দিয়ে মেরামত করে নামাজ আদায়, নেপথ্যে জমির বিরোধ বরিশালে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন বরিশাল সিটিতে একদিনে তিন রাস্তার কাজের উদ্বোধন শব্দ দূষণ প্রকট আকার ধারণ করেছে বরিশাল নগরীতে দুমকীর নতুন বাজারে শাহজাহান শিকদারের নির্বাচনী অফিস উদ্বোধন লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন আজ (৬ মে) দুমকিতে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান শিকদার এর নির্বাচনী অফিস উদ্বোধন পিরোজপুরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ মনপুরায় জেলেদেরকে মা*রধ*র করে টাকা ছি*নিয়ে নিল মৎস্য কর্মকর্তারা! আচরণবিধি লঙ্ঘন করায় ঝালকাঠি সদরে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

জীবননগর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযান; ভারতীয় মদ আটক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রবিবার ও শনিবার এসব মদ আটক করে ৫৮ বিজিবি’র অধীনস্ত বেনীপুর ও রাজাপুর বিওপি’র বিজিবি। বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত রাজাপুর বিওপি’র টহলদল হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের মাঠের মধ্য হতে রবিবার (২৮শে মার্চ) রাত সাড়ে ১২টার সময় মালিকবহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়া একই টহলদল অপর একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার সিংনগর গ্রামের মাঠের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় আরও ১৮ বোতল ভারতীয় মদ আটক করে। একই ব্যাটালিয়নের অধীনস্ত বেনীপুর বিওপি’র টহলদল সুবেদার মোঃ আমজাদ হোসেন মোল্লার নেতৃত্বে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ২ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে শনিবার (২৭শে মার্চ) রাত ৯টা ৫৫ মিনিটের সময় জীবননগর উপজেলার নবদুর্গাপুর গ্রামের একটি আমবাগানের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭৮ বোতল ভারতীয় মদ আটক করে। উপরিউক্ত এসব মাদকদ্রব্য আটকের ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

বিজিবি'র অভিযানে আটককৃত মদ | ছবি: বরিশাল বাণী

রিপোর্ট: এম.এ.আর.নয়ন।  

 

সর্বশেষ