২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পৈত্তিক সম্পত্তি বেদখল হওয়ায় নিঃশ্ব হয়ে গেলেন নিরঞ্জন মিত্র ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না

ঝালকাঠিতে পাঁচ টাকায় পাওয়া যাচ্ছে হাজার টাকার বাজার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠিতে করোনায় কর্মহীন হয়ে পড়া নিম্ন ও মধ্যবিত্তদের স্বপ্নের বাজার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থা’। পাঁচ টাকার বিনিময়ে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, সাবান ও মাস্কসহ হাজার টাকার পণ্য দিচ্ছে তারা। করোনার শুরু থেকে এ পর্যন্ত ‘পাঁচ টাকায় মানবিক কেনাকাটা’ নামে এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে তারা। এখনো চলছে তাদের বাজার কার্যক্রম।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০) দুপুরে ঝালকাঠি কৃষ্ণকাঠি বাসস্ট্যান্ড সংলগ্ন স্বপ্নপূরণ সংগঠনটির কার্যালয় চত্বরে মানবিক বাজারের মাধ্যমে কর্মহীন মানুষেরা কেনাকাটা করেন। এতে খুশি সুবিধাভোগীরা।

এক রিকশাচালক চুন্নু মিয়া বলেন, ‘লকডাউনে হাঙ্গাদিন রিকশা চালাইয়া পাই ২০০ টাহা, বাজার হরমু কি দিয়া। এই ক্লাবের রিয়াজ মোরে ৫ টাহায় অনেক সদায় দেছে।’

আরেক সুবিধাভোগী কামাল হোসেন বলেন, ‘কাইল ঈদ এই সময় ৫ টাহায় এতো বাজার পামু ভাবতেও পারিনাই।’

ফাতেমা বেগম বলেন, ‘রোজায়ও ৫ টাহায় এফতার নিছি এই স্বপ্নপূরণ কেলাব দিয়া। আইজগো আবার ৫ টাহায় যা কিনছি হেতে মাইয়া পোয়া লইয়া ১৫ দিন খাওন যাইব।’

সংগঠনটির সভাপতি এইচ এম রিয়াজ খান অশ্রু বলেন, ‘মধ্যবিত্ত যারা ত্রাণের লাইনে যেতে অপারগতা প্রকাশ করে তাদের জন্যই আমাদের এই মানবিক বাজার। আমরা সাহায্য দেই না, বিক্রি করি। হোক সেটা পাঁচ টাকায়। টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে খাদ্য সামগ্রী কিনে নেয় অসহায় মধ্যবিত্ত পরিবার এবং নিম্ম আয়ের খেটে খাওয়া মানুষরা।’

তিনি আরও বলেন, ‘করোনা মহামারি যতদিনে শেষ না হবে ততদিন এই মানবিক বাজার কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া করোনায় আক্রান্ত রোগীর বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সেবাও দিচ্ছেন সংগঠনের সদস্যরা।’

 

সর্বশেষ