১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিবি কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:


ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যদের পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৫০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই আসামি আটক হয়েছে। আটককৃত আসামিরা হলো মহেশপুর উপজেলার কৃঞ্চপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে রমজান আলী এবং একই উপজেলার বেতবাড়িয়া গ্রামের আয়ুব আলীর ছেলে আরিফ হোসেন। বৃহস্পতিবার (৮ই অক্টোবর) সন্ধ্যার সময় তাদেরকে মহেশপুর থানাধীন কৃঞ্চপুর এলাকা থেকে আটক করা হয়৷ পুলিশ জানায়, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনা ও তত্বাবধানে ঝিনাইদহ ডিবি পুলিশের ওসির নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার কৃঞ্চপুর ও বেতবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সর্বমোট ৫০০ (পাঁচশত) বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ রমজান আলী ও আরিফ হোসেন নামের ২জন আসামিকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত দুই আসামির মধ্যে রমজান আলীর নামে ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় ৭ এর অধিক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।

সর্বশেষ