৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নাজিরপুরে দোলা পরিবহনে ডাকাতি, আহত ২

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রবিউল হাসান মনির, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুর গামী ‘দোলা পরিবহন’ এর বাসে ডাকাতি হয়েছে। এতে যাত্রী মো. ফারুক হোসেন হাওলাদার (৩৮) ও অজ্ঞাত নামা আরো এক যাত্রী সহ ২ যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫জুন) ভোর রাতে উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের চালিতাবাড়ি নামক স্থানে ।
গুরুতর আহত যাত্রী মো. ফারুক হোসেন হাওলাদার উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের কলারদোয়ানিয়া গ্রামের নুরুল হক হাওলাদারের পুত্র। আর অন্য আগত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
আহত যাত্রী ফারুক হোসেন জানান, তিনি ঢাকার তেঁজগাও সমরিতা মেডিকেল কলেজের এ্যাম্বুলেন্স চালক। গত বৃহস্পতিবার (৪জুন) রাতে দোলা পরিবহনের গাড়িতে করে ঢাকা থেকে নাজিরপুরের উদ্দেশ্যে আসেন। এ সময় ওই গাড়িটি উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের চালিতাবাড়ি এলাকায় পৌঁছলে ওই গাড়িতে যাত্রী বেশে উঠা ৪ ডাকাত ধারালো অস্ত্র দিয়ে প্রথম আমাকে কুপিয়ে আহত করে ও আমার সাথে থাকা ৫০ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়। এ সময় গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদেরও মারপিট করে। পরে ডাকাতরা রাত ৪টার দিকে নাজিরপুরের হাসপাতাল সংলগ্ন পাতিলাখালী ব্রীজের কাছে নেমে যায়।
এ ব্যাপারে দোলা পরিবহনের ড্রাইভার, সুপারভাইজার বা হেলপার কারো সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ওই পরিবহনের নাজিরপুর উপজেলা কাউন্টার ম্যানেজার দেবাশিষ বৈরাগী জানান, ওই গাড়িটির নাম্বার ঢাকা মেট্র্াে-ব-১১-১৫৮১ । ওই রাতে ১২ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা ওই গাড়িতে ডাকাতরা ছিলো ৪ জন। তারা অস্ত্রের মুখে গাড়ির ড্রাইভার, সুপার ভাইজার ও হেলপারের মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ জন্য গাড়ির ষ্টাফদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। ডাকাতদের হামলার ভয়ে এর সুপার ভাইজার লাফিয়ে নেমে গেছে। ডাকাতদের একজনে ড্রাইভার হিসাবে গাড়ি চালিয়ে নাজিরপুর আসে।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অতনু মিত্র জানান, আহত ফারুক হোসেন হাওলাদারকে ধারালো কিছু দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।
নাজিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, ওই গাড়ির ড্রাইভার ও সুপার ভাইজারকে ডাকা হয়েছে। ওই গাড়ি থেকে ডাকতরা যাত্রীদের নেয়া মোবাইল উদ্ধার করার চেষ্টা চলছে। এ ব্যাপারে এখনো কোন মামলা দায়ের হয় নি।

সর্বশেষ