৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে রোগীর স্বজনের মারধরে গ্রাম ডাক্তার আহত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে রোগীর স্বজনের নির্যাতনে রিপন বিশ্বাস (৪০) নামের এক গ্রাম্য ডাক্তার গুরতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুুুপুরে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের পালপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত গ্রাম ডাক্তার রিপন বিশ্বাস বলেন, শনিবার (৫ সেপ্টেম্বর) আব্বাস মাঝি আমার রিপা মেডিকেল ওষুধের দোকানে আসেন। এসে তিনি বলেন, তার ১০ মাস বয়সী ছেলের সকাল থেকে ৫ বার পায়খানা করেছে এবং গায়ে ১০১ জর। কি ওষুধ দেয়া যায়? তখন আমি একটি সিরাপ দিয়ে খাবার নিয়মও জানিয়ে দেই। এরপর তিনি ওষুধ নিয়ে চলে যান।

মঙ্গলবার বেলা ১২টার দিকে হঠাৎ আব্বাস মাঝি তার দলবল নিয়ে দোকানে এসে ঘেরাও করে আমাকে মারধর শুরু করে। এ ঘটনার পর বিকেলে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রিপন বিশ্বাসকে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আব্বাস মাঝির মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় পটুয়াখালী সদর থানা পুলিশের সহ উপ-পরিদর্শক মোহা. শামিম আকন বলেন, একটি লিখত অভিযোগ পেয়েছি। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ