১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে সিজিএম আদালত ভবন উদ্বেধন করলেন আইন মন্ত্রী আনিসুল হক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ দীর্ঘ প্রতিক্ষার পর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী জেলার চারতলা বিশিষ্ঠ নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করলেন আইন মন্ত্রী আনিসুল হক এমপি।
এ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন উপলক্ষে বৃহষ্পতিবার দুপুর ১ টায় জেলা প্রশাসকের দরবার হলে আয়োজন করা হয়েছে সুধী সমাবেশ। এ সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি। পটুয়াখালীর জেলা ও দায়রা জজ রোখসানা পারভীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আইন মন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ. স.ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস.এম. শাহজাদা, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোঃ মহিববুর রহমান, সংরক্ষিত মহিলা আসন-২৯ কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ গোলাম সারওয়ার, জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভেকেট ওবায়দুল হক, সাধারন সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মোহসীন। অন্যান্যের মধ্যো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরেয়ার জিপি এড. সাহাবুূ্দ্দিন, পিপি গোলাম অহিদ চৌধুরী টেনু, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন অর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান নির্বাহী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জামাল হোসেন৷ বাংলাদেশ ৬৪ টি জেলা সদরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মান প্রকল্প (১ম পর্যায়) যুগ্ম সচিব ও প্রধান সমন্বয়ক বিকাশ কুমার সাহা। এ চার তলা ভবন নির্মানে প্রাক্কলিত ব্যয় হয়েছে ২৮ কোটি ১২ লক্ষ ২৮ হাজার টাকা বলে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন অর রশীদ জানান। ২০১১ সালের ৫ মে উক্ত ভবন নির্মান কাজের উদ্বোধন করেছিলেন তৎকালিন ধর্ম প্রতিমন্ত্রী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাডভেকেট মোঃ শাহজাহান মিয়া এমপি।

সর্বশেষ