৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালী- আমতলী মহা সড়কে দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত, ৫ গবাদি পশুর মৃত্যু।

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্সের সামনে পটুয়াখালী- আমতলী মহাসড়কে শ্রাবনী পরিবহণের চাপায় পিষ্ট হয়ে গরু ব্যবসায়ী মজিবর তালুকদার (৫০) নিহত এবং আলী হোসেন ও টমটম চালক আল আমিন গুরুতর আহত হয়েছে। সেই সাথে টমটমে থাকা পাঁচটি গবাদী পশু মারা গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতক বাসটি জব্দ ও হেল্পার রুবেলকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে। জানাগেছে, পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের আলী হোসেন ও হেতালিয়া বাঁধের মজিবর রহমান তালুকদার গরুর ব্যবসা করেন। বুধবার আমতলী বাজার থেকে তিনটি গরু ও দুইটি ছাগল ক্রয় করে একটি টমটমে পটুয়াখালী নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী-আমতলী মহাসড়কের আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়ার সামনে পটুয়াখালী থেকে আসা শ্রাবনী পরিবহন (বরগুনা- ব-১১-০০১৩) টমটমটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমটি দুমড়ে মুড়চে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী মজিবর নিহত এবং টমটম চালক আল আমিন (৩০) ও আরেক ব্যবসায়ী আলী হোসেন (৪৫) আহত হয়। একই সাথে ওই টমটমে থাকা তিনটি গরু ও দুইটি ছাগল মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার ঘটনাস্থলে গিয়ে নিহত মজিবর তালুকদারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত আল আমিন ও আলী হোসেনকে আমতলী দমকল বাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে …

সর্বশেষ