৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পদ্মা সেতুর পাড়ে আন্তজার্তিক কনভেনশন সেন্টার, সাইন্স সিটি, স্পোর্টস সিটি গড়ে তোলা হবে- চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

জাহিদ হাসান, মাদারীপুর জেলা প্রতিনিধি:
চীফ হুইপ ও আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী বলেছেন, পদ্মা সেতু নির্মানের পরে পদ্মা পাড়ে নতুনভাবে উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর পাশে শিবচরের কাঠালবাড়িতে আন্তজার্তিক কনভেনশন সেন্টার করে দিচ্ছেন। এশিয়ার মধ্যে বড় কনভেনশন সেন্টার বোম্বেতে যেখানে একসাথে ৫ হাজার আসন বিশিস্ট, সবমিলিয়ে ৮ হাজার মানুষের ধারন ক্ষমতাসম্পন্ন। আমরা সেই আঙ্গিকে ১০ হাজার মানুষের ধারনক্ষমতা বিশিষ্ট আন্তজার্তিক মানের মুজিব কনভেনশন সেন্টারের কাজ শুরু করতে যাচ্ছি। এটি হয়ে গেলে দেশ বিদেশের মানুষ আসবে, সম্মেলন করবে, ফাইভ স্টার হোটেলসহ অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে।
রবিবার (৩১ জুলাই) দুুপুরে মাদারীপুরের শিবচরের ভান্ডারীকান্দি এএম উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন।
এদিন চীফ হুইপ ভান্ডারীকান্দির ফজলুল উলুম দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন ও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে মতবিনিময়, দক্ষিন ক্রোকচর হাট-জয়নগর হাট সড়কে ব্রীজ উদ্বোধন করেন। এসময় শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো. সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।
চীফ হুইপ সন্ত্রাস, মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারন আরো বলেন, এ এলাকায় শেখ হাসিনা স্পোর্টস সিটি নির্মানের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। স্পোর্টস সিটির মধ্যে অলিম্পিক ভিলেজ করে দেব। যাতে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ আন্তজার্তিক মানের খেলা খেলতে ও প্রশিক্ষন নিতে এ এলাকায় আসে। শিবচরে আমরা বঙ্গবন্ধু নভোথিয়েটার, সাইন্স সিটি নির্মান করছি। যেখানে সাইন্স নিয়ে গবেষনা ও লেখাপড়া করতে পারবে আমাদের শিক্ষার্থীরা।

সর্বশেষ