২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের পছন্দের প্রার্থী জসিম উদ্দিন পৈত্তিক সম্পত্তি বেদখল হওয়ায় নিঃশ্ব হয়ে গেলেন নিরঞ্জন মিত্র ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার

পৌরসভা নির্বাচনী পরবর্তী সহিংসতায় চরফ্যাশনে প্রতিপক্ষের দফায় দফায় হামলায় আহত -১০

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচন ২৮ তারিখে শেষ হলেও নির্বাচনের পরবর্তী সহিংসতায় জড়িয়ে পড়ে ১ নং ওয়ার্ড কমিশনার প্রার্থীদের মধ্যে। এতে ১নং ওয়ার্ডের বিজয়ী প্রার্থী স্বপন চৌধুরীর কর্মী-সমর্থকরা প্রতিপক্ষ পরাজিত কাউন্সিলর প্রার্থী নাজু পণ্ডিতের সমর্থকদের উপর পূর্বপরিকল্পনা অনুযায়ী হামলা চালায়। আজ ১মার্চ দুপুর ২টা রাসেলের বাড়িতে ও সন্ধ্যা ৬টায় কাইমদ্দির মোরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী-পুরুষসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করলেও বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

আহতরা হলেন, রফিকুল ইসলামের ছেলে রাসেল (৩২), দুলাল এর ছেলে সোহেল(৩১), মুনসুর সরদারের ছেলে সবুজ (২২), রাসেলের মা কোহিনুর (৫৫), রাসেলের স্ত্রী ফাতেমা (২৫),করিম জমাদারের ছেলে নাসিম জমাদার (৫০), হারুন মাতাব্বরের ছেলে সুমন (২৫), ইসমাইলের ছেলে মোহাম্মদ হোসেন (৩০)। চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আহত
রাসেল সাংবাদিককে জানান, দুপুর আড়াইটায় বিজয়ী কাউন্সিলর প্রার্থী স্বপন চৌধুরী গ্রুপের অলিউল্লার ছেলে কামাল (৪০),আব্দুর রহমানের ছেলে ফজলু(৩৬),গফুর হাওলাদারের ছেলে আলম (৫৫), আলমের ছেলে পারভেজ (২৫), নয়নের ছেলে তুহিন (১৮),ও হাফেজ মাইন উদ্দিন সহ ২০/৩০ জন এ হামলার ঘটনা চালায়।

আহত রাসেলের স্ত্রী ফাতেমা জানান, ঘটনার সময় তাদের পরিবারের মধ্যে দুপুরে খাওয়া-দাওয়া চলছিল। এমন সময় সোহেল ও আলমের মাঝে তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের চিৎকারে রাসেল এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি মারধর করে হাত-পা ভেঙে দেয়। এসময় তাদের বাড়িতে থাকা স্বজনরা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে। আহতদেের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করলেও বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে বিকাল সাড়ে পাঁচটায় হামলাকারীরা পাঞ্জাবিতে ভোট না দেওয়ার অপরাধে উটপাখি মার্কার কর্মী-সমর্থক করিম জমাদারের ছেলে নাসিম জমাদার (৫০) কে কাইমুদ্দির মোড়ে দোকানের সামনে লাঠিসোটা অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ওই হামলাকারীরা পিটিয়ে গুরুতর আহত করে। আহত নাসিম ডাক চিৎকার দিলে সুমণ ও হোসেন ছুটে আসলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় হামলাকারীরা তাদের বাড়িঘরে হামলা করার চেষ্টা করে বলে আহতরা জানান, এদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় চরফ্যাশন থানায় মামলা প্রস্তুতি চলছে।

সর্বশেষ