২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না বরগুনায় বাড়ছে ডায়রিয়া রোগী, জায়গা নেই হাসপাতালের মেঝেতেও

আমতলীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরগুনা প্রতিনিধি :: ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীর আমড়াগাছিয়া এলাকায় সেন্টমার্টিন সেবা ও গোল্ডেন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছে ১০ যাত্রী। এদিকে ঘটনার পর থেকে বাস দুটির চালক পালাতক রয়েছেন।

শনিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহ-আলম জানান, সেন্টমার্টিন সেবা পরিবহন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে কুয়াকাটা যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহন যাত্রী নিয়ে কুয়াকাটা থেকে বরিশাল যাচ্ছিল। এ সময় দুটি বাসের মধ্যে আমড়াগাছিয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেন্টমার্টিন সেবা পরিবহনের এক নারী যাত্রী নিহত হন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১১ জন যাত্রীকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়। শিশুটিও সেন্টমার্টিন সেবা পরিবহনের যাত্রী বলে জানিয়েছেন ওসি।

বরগুনা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। অবস্থার অবনতি হলে গুরুতর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে পাঠানো হবে।

ওসি শাহ-আলম জানান, এখনো দুই বাস চালককে আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ