৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬০

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল জেলায় নতুন করে ৬০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এক জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এ নিয়ে জেলায় ১০৫৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। অপর‌দি‌কে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৮ জন ব্যক্তি সুস্থ্য হ‌য়ে‌ছেন। আজ জেলায় করোনা আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছেন। যাতে করে জেলায় ১৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

বুধবার (১ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে ৩ জন পুলিশ সদস্যসহ মেহেন্দীগঞ্জ উপজেলার ৪ জন, বাবুগঞ্জ উপজেলার ১ জন, উজিরপুর উপজেলায় ১ জন পুলিশ সদস্য, উজিরপুর উপজেলার ২ জন, গৌরনদী, বানারীপাড়া ও বাকেরগঞ্জ প্রত্যেক উপজেলার ১ জন করে ৩ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত বগুড়া রোড এলাকার ৩ জন, ভাটিখানা, বাংলাবাজার, বটতলা প্রত্যেক এলাকার ২ জন করে ৬ জন, নবগ্রাম রোড, সাগরদি, সদর রোড, রুপাতলি, কাউনিয়া, সিএন্ডবি, বজলু কমিশনার গলি, আলেকান্দা, কাশিপুর, ফজলুল হক এভিনিউ, করিম কুটির প্রত্যেক এলাকার ১ জন করে ১১ জন, র‍্যাব-৮ এ কর্মরত ৪ জন, বিভিন্ন ব্যাংকে কর্মরত ৬ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৫ জন সদস্য, জেলা পুলিশের ১ জন, আরআরএফে কর্মরত ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ৬ জন নার্স, ৪ জন স্টাফ ও ১ জন মেডিকেল টেকনোলজিস্ট।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৬০ জন ও মৃত ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ