৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে কালভার্ট-রাস্তা ভেঙ্গে পড়ে আছে ! দেখার কেউ নেই

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাসেল কবির: বরিশালের কাজীরহাট থানাধীন লতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাদিরাবাদ গ্রামের সিকদার বাড়ীর সম্মুখে ছোট একটি কালভার্ট সহ রাস্তা ভেঙ্গে পড়ছে। এলাকাবাসী সহ পথযাএীরা ভোগান্তির শেষ নেই লতা ইউনিয়নে। এলাকাবাসীর অভিযোগ রয়েছে সংস্কার করবে কে ? এমনটাই প্রশ্ন করছে সাধারন জনগন ও স্থাণীয় বাসিন্দারা। লতা ইউনিয়নে র্দীঘ বছর যাবৎ উন্নয়ন নেই রাস্তা, পুল, কালভার্ট, ব্রিজ ভেঙ্গে পড়লে সংস্কার হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। লোকজন কষ্ট করে যাতায়ত মাধ্যম বেছে নিয়েছে ভাঙ্গা চুড়ার মধ্যে দিয়ে। স্থাণীয় সূএে জানায়, গাবতলী থেকে হুরারহাট যাওয়ার পথিমধ্যে ছোট কালভার্ট ও রাস্তা কয়েকদিন যাবৎ ভেঙ্গে পড়ছে। স্থাণীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি চুপ করে আছে বলে অভিযোগ রয়েছে। এলাকা উন্নয়নের সমীকরণ দায়িত্ব রয়েছে ইউপি পরিষদের জনপ্রতিনিধিদের। এরঅকাবাসীর ও জনস্বার্থে দ্রুত কালভার্ট ও রাস্তা পূর্ন মোরামতে না করলে বড় ধরনের ফাটল ধরে রাস্তা ভেঙ্গে পড়বে ।

সর্বশেষ