২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের পছন্দের প্রার্থী জসিম উদ্দিন পৈত্তিক সম্পত্তি বেদখল হওয়ায় নিঃশ্ব হয়ে গেলেন নিরঞ্জন মিত্র ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার

বরিশালে চিংড়ির রেনু-কচ্ছপ পাচার, আটক ২

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক।।
বরিশালে গলদা চিংড়ির ছয় লাখ পিস রেনু ও ১৮ পিস কচ্ছপ ট্রাকে করে পাচারকালে দুইজনকে আটক হয়েছে। শনিবার (২১ মে) রাতে বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড।

জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, ভোলা থেকে রেনু ও কচ্ছপবোঝাই একটি ট্রাক বাগেরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে যৌথ অভিযানিক দল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলপ্লাজায় অভিযান চালায়। এ সময় গলদা চিংড়ির ৬ লাখ পিস রেনু, ১৮ পিস কচ্ছপ ও ট্রাকসহ মোস্তাকিন মোল্লা ও মো. ইসমাইল নামে ২ জনকে আটক করে। এ ঘটনায় ওই রাতেই ওই দুইজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক নিজাম উদ্দিন।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একইসঙ্গে আদালতের নির্দেশে জব্দ করা রেনু ও কচ্ছপ রাতেই কীর্তনখোলায় অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস।

সর্বশেষ