২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে বেশি দামে চাল বিক্রি করায় ৪ দোকানিকে জরিমানা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক।।
মূল্য তালিকা না থাকা এবং বেশি দামে চাল বিক্রি করার অপরাধে বরিশাল নগরীর চার ব্যবসায়ীকে ৫৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১ জুন) দুপুরে নগরীর ফরিয়াপট্টির চালের আড়তে এই অভিযান চালিয়েছেন সংস্থটির সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া। এতে সহযোগিতা করেছে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম।

সংস্থটি জানায়- মূল্য তালিকা না টাঙিয়ে অতিরিক্ত দামে চাল বিক্রি করে আসছিল ফরিয়াপট্টির ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সেখানে অভিযান পরিচলনা করেন সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া।

এসময় অভিযোগের সত্যতা পেয়ে মহাদেব ভাণ্ডারকে ৩৫ হাজার টাকা, গৌর নিতাই ভাণ্ডার ২০ হাজার এবং দুই খুচরা চালের দোকানিকে তিন হাজার ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বরিশাল অফিসের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আশপাশের দোকানিদের সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরেও যদিও কেউ চাল বিক্রির ক্ষেত্রে কারসাজির আশ্রয় নেয় তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

সর্বশেষ