৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে সততার পরিচয় দিলেন আনসার সদস্যরা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় রোগীর স্বজনের কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিয়েছেন কর্তব্যরত আনসার সদস্যরা।

আজ মঙ্গলবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃবিভাগে এ ঘটনা ঘটে।

রোগীর স্বজন বকুল বেগম বলেন, বরগুনা সদর উপজেলার ফুলতলা গ্রামে আমাদের বাড়ি। আমার জাঁ রুমা বেগম লেবার ওয়ার্ডে চিকিৎসাধীন। ঔষধ কেনার জন্য গ্রামের বাড়ি থেকে ৭ হাজার টাকা ধারদেনা করে নিয়ে আসি। কিন্তু হাসপাতালের নিচতলায় আসামাত্র আমার টাকাগুলো হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তা পাইনি। খোঁজাখুঁজির একপর্যায়ে হ্যান্ডমাইকে শুনলাম কিছু টাকা পাওয়া গেছে। কাছে গিয়ে দেখলাম হেমায়েত নামে এক আনসার সদস্য হারিয়ে যাওয়া টাকা প্রমাণ দেখিয়ে নেওয়ার জন্য মাইকে আহ্বান করছেন। একপর্যায়ে আমার টাকা ফিরিয়ে দেয় ওই সৎ আনসার সদস্য।

এদিকে সহকারী প্লাটুন কমান্ডার মোঃ হেমায়েত উদ্দিন বলেন, টাকা কুড়িয়ে পাওয়ার পর আমি ও আনসার সদস্য মাহবুব আলম, আঃ ছালাম, রহমতউল্লাহ হাসপাতালের বহিঃবিভাগে মাইকিং শুরু করি। একপর্যায়ে রোগীর স্বজন বকুল বেগম এসে প্রমাণ দেখিয়ে তার টাকা ফেরত নিয়ে যায়।’’

সর্বশেষ