৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গৌরনদীতে ১০৪ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা নথুল্লাবাদ কেন্দ্রীয় টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানিয়ে বরিশালে বিএনপির লিফলেট বিতরণ চাঁদপুরায় গণকের কথায় খলিলের মাংসের দোকানে তালা দিয়েছে মেম্বার ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ‌আহত ৩৫ এশিয়ার অন্যতম বৃহৎ বৃদ্ধাশ্রম "হেনরীর ভুবন" এর উদ্বোধন করলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডা, দীপু মনি এমপি ঝালকাঠিতে র‌্যাবে হাতে সুজন হত্যা মামলার আসামি বাবা-ভাই গ্রেপ্তার গৌরনদীতে আওয়ামীলীগের দু পক্ষের মধ্যে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা দিলুসহ রক্তাক্ত জখম-৫ কলাপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-১ উজিরপুরে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

বরিশালে হঠাৎ করে বেড়েছে ১০০ টাকা সিলিন্ডার গ্যাসের দাম, বিপাকে ক্রেতারা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে সপ্তাহ ব্যবধানে হঠাৎ করে ১০০ টাকা বেড়েছে সিলিন্ডার গ্যাসের দাম। এতে করে বিপাকে পড়েছেন ক্রেতারা।

দাম বেড়ে যাওয়ার বিষয়ে জনসাধারণের অভিযোগ, সিন্ডিকেট করে এই দাম বাড়ানো হয়েছে। তাই মঙ্গলবার (৩১ জানুয়ারি) থেকে তদারকি করতে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সপ্তাহ ব্যবধানে গ্যাসের দাম এত বেশি বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন, এমন একজনই হচ্ছেন তানিয়া রহমান। তার স্বামী বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরিজীবী। সীমিত আয়ে ৬ জনের সংসার চালাতে হিমশিম অবস্থা তার। এর মধ্যে সপ্তাহ ব্যবধানে সিলিন্ডার গ্যাসের দাম এক লাফে ১০০ টাকা বাড়ায় চিন্তার ভাঁজ তার কপালে।

গৃহিণী রোকেয়া বেগম বলেন, ‘মাসে আমার ২টা সিলিন্ডার লাগে। আগে ২ হাজার ৬০০ টাকায় ২টা সিলিন্ডার কিনতে পারলেও এখন আমার ২ হাজার ৮০০ টাকা লাগবে। এটি তো কষ্টদায়ক।’

শুধু রোকেয়া নয়, একই অবস্থা বরিশালের মধ্য ও নিম্নআয়ের মানুষের। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেট চক্রের ফাঁদে গ্যাসের বাজার।

রাজিব নামের এক ক্রেতা জানান, দিন দিন সব পণ্যের দাম বাড়ায় আমরা দিশেহারা। গ্যাস সিলিন্ডারের দাম বাড়াটা অযৌক্তিক। তাই দ্রুত গ্যাস সিলিন্ডারের দাম যাতে নিয়ন্ত্রণে আসে সেই দাবি জানিয়েছে জব্বার নামের আরেকজন ক্রেতা।

এদিকে বিক্রিতাদের দাবি, সরবরাহ কম থাকার কারণে বিক্রি কমেছে। তবে বেড়েছে দাম। গ্যাস সিলিন্ডার ডিলার রাফিউল আলম খান বলেন, ‘আমরা অসহায়। কোম্পানি বেশি দামে বিক্রি করছে। চাইলেও কিছু করার নেই। কোম্পানি দাম কমালে আমরাও কমাব। ‘

তবে সিলিন্ডার গ্যাস নিয়ে কেউ সিন্ডিকেট করলে তাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বরিশালের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র।

বরিশাল ফায়ার সার্ভিসের তথ্যমতে, ছোট বড় মিলিয়ে মোট তিনশ’র মতো গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান আছে। প্রতিদিন এসব দোকানে প্রায় পাঁচ শতাধিক গ্যাস সিলিন্ডার বিক্রি হয়।

সর্বশেষ