২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের পছন্দের প্রার্থী জসিম উদ্দিন পৈত্তিক সম্পত্তি বেদখল হওয়ায় নিঃশ্ব হয়ে গেলেন নিরঞ্জন মিত্র ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার

বরিশালে ৩ সন্তানের জননীকে জোরপূর্বক বিষ খাইয়ে হত্যার অভিযোগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের বাকেরগঞ্জের তিন সন্তানের জননী শিল্পী বেগমকে (৩৫) জোরপূর্বক বিষ খাইয়ে হত্যার অভিযোগ মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) বরিশালের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মৃত শিল্পীর বাবা ও বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তর কাজলাকাঠী এলাকার বাসিন্দা জলিল সরদার।

মৃত শিল্পী বেগম (৩৫) একই ইউনিয়নের চরবিশারীকাঠী এলাকার মো. রিয়াজ খানের স্ত্রী। তাদের সাংসারিক জীবনে রাবেয়া (১৫), হুজাইফা (৮) ও যোবায়ের (২) নামের তিন শিশু সন্তান রয়েছে।

মামলার আবেদনে আসামিরা হলেন- মৃতের ভাসুর নিজাম খান ও তার স্ত্রী নাজমা বেগম, ছেলে রোজউল খান, অপর ভাসুর বাবুল খান ও তার স্ত্রী রুলিয়া বেগম, ছেলে তানজুল হোসেন খান এবং তাদের স্বজন ইউনুচ হাওলাদার ও হোসেন খান।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. আসাদুজ্জামান কচি জানান, বাদী থানায় মামলা দায়েরে ব্যর্থ হয়ে আদালতে মামলার আবেদন করলে আদালত তা গ্রহণ করেন এবং পরবর্তী দিন ধার্য করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্বামী শারীরিকভাবে অসুস্থ হওয়ায় জমিজমাসহ নানান কারণে শিল্পীর সঙ্গে আসামিরা প্রতিনিয়ত ঝগড়া-ঝাটি করতেন। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দিতেন। সর্বশেষ ২৫ মার্চ ইফতারের পর আসামিরা শিল্পীকে পূর্ব-পরিকল্পিতভাবে তাদের ঘরে নিয়ে যায় এবং জোরপূর্বক বিষ খাইয়ে অসুস্থ অবস্থায় ভাসুর নিজাম খানের ঘরের পাশে ফেলে রাখে। এদিকে শিল্পীর সন্ধান না পেয়ে তার সন্তানরা খোঁজাখুজি শুরু করলে ভাসুর নিজামের ঘরের পাশ থেকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ২৬ মার্চ রাত পৌনে ১টায় চিকিৎসক শিল্পীকে মৃত ঘোষণা করেন। পরে শিল্পীর সুরতহাল ও ময়নাতদন্ত শেষে দাফন করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মৃত্যুর আগে শিল্পী তার সন্তানসহ স্বজনদের জোরপূর্বক বিষ খাওয়ানোর বিষয়টি জানিয়ে জড়িতদের নাম বলে যায়।

এদিকে মামলার সাক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ২৭ মার্চ বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করতে গেলে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিভিন্ন অযৌক্তিক কথা বলে আদালতে মামলা দায়েরের পরামর্শ দেয়।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, আমরা এ ধরনের একটি ঘটনা শুনেছি, মরদেহ বরিশাল শের ই বাংলা মেডিক্যাল ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আর এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ