২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না বরগুনায় বাড়ছে ডায়রিয়া রোগী, জায়গা নেই হাসপাতালের মেঝেতেও

বরিশাল জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসকের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত হয়েছেন। এসময় এ দূর্ঘটনা থেকে রক্ষা পায় চিকিৎসক এক চিকিৎসক।

বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসপাতালের মেডিকেল অফিসার মির্জা লুৎফর রহমান।

নিজে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া এই চিকিৎসক জানান, আহতদের মধ্যে সুমাইয়া (২২) নামে রোগী বেশি আঘাত পেয়েছেন।

তিনি বলেন, হাসপাতালের ১ নম্বর ভবনের ১৮ নম্বর কক্ষে তিনি রোগী দেখছিলেন। বেলা ১২টার দিকে কক্ষে তিনজন রোগী ছিল। হঠাৎ করে ছাদের এক অংশের পলেস্তারা খসে পড়ে। এতে তিন রোগীর মধ্যে দুই জনের মাথায় ও একজনের ঘাড়ে পলেস্তারা পড়ে। তাতে আঘাতের স্থান ফুলে উঠলেও কেউ রক্তাক্ত জখম হয়নি। তবে সুমাইয়ার মাথায় একটু বেশি আঘাত পেয়েছে। তার মাথা ফুলে রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।”

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মলয় কুমার বড়াল বলেন, একটি দুর্ঘটনা ঘটেছে। এতে চিকিৎসকের কিছু হয়নি। তবে একজন রোগী আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।”

তিনি বলেন, হাসপাতালের ১ নম্বর ভবনটির বয়স ১০০ বছরের বেশি হয়েছে। ভবনটি মেরামত করে দেওয়ার জন্য একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।”

সর্বশেষ