২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না বরগুনায় বাড়ছে ডায়রিয়া রোগী, জায়গা নেই হাসপাতালের মেঝেতেও

বরিশাল সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে সনাতন ধর্মের অন্যতম তীর্থস্থান তারাবাড়ির শক্তি পীঠ সফর করার সম্ভাবনা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মার্চ মাসে বাংলাদেশ সফরে আসার পর বরিশালের উজিরপুরে অবস্থিত সনাতন ধর্মের অন্যতম তীর্থ স্থান তারাবাড়ির শক্তি পীঠ সফর করার সম্ভাবনা রয়েছে তাঁর।

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের এই প্রধানমন্ত্রীর বরিশাল সফরের সম্ভাবনা থাকায় ইতোমধ্যে ভারতীয় দূতাবাসের নয় সদস্যর একটি প্রতিনিধি দল বরিশালের উজিরপুর উপজেলা পরিদর্শন করেছেন। এখানকার সুগন্ধার নদীর তীরে পুন্যস্থান শক্তি পীঠ পরিদর্শনে আসার কথা রয়েছে নরেন্দ্র মোদির।

রবিবার সকালে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাস জানান, ভারতীয় হাইকমিশনের সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটির নেতৃত্বে প্রতিনিধি দল শুক্রবার দুপুরে উপজেলার শিকারপুরে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান সতী পীঠ শক্তিপীঠ পরিদর্শন করেছেন। তিনি আরও জানান, ভারতের প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে সম্ভাবনা রয়েছে। বিষয়টি চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে।

জেলা প্রশাসনের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বরিশাল সফরের সম্ভাবনার থাকায় হাইকমিশনের প্রতিনিধিরা পূর্বেই স্থানগুলো পরিদর্শন করছেন। সে অনুযায়ী ওই প্রতিনিধিদল ইতোমধ্যে গোপালগঞ্জ, বরিশাল, টুঙ্গিপাড়া, ওড়াকান্দি ঠাকুরবাড়ি, খুলনা, কুষ্টিয়ার শিলাইদহ, বাঘা যতীনের পৈতৃক ভিটা পরিদর্শন করেছেন। এরমধ্যে শুক্রবার প্রতিনিধি দল বরিশালের উজিরপুরের শক্তি পীঠ, টুঙ্গিপাড়া ও ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন।

সর্বশেষ