৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্ধিত সেশন ফি বাতিলের দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: বর্ধিত সেশন ফি বাতিলের দাবিতে বরিশাল সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে অধ্যক্ষের কাছে সেশন ফি বাতিলের দাবি জানান তারা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

তারা জানিয়েছেন, অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় ছয় হাজার ৬৬৫ টাকা ফি নির্ধারণ করা হয়। সেই ফি দিয়ে ভর্তি হয়েছেন তারা। এর আগে তৃতীয় বর্ষের সেশন ফি দুই হাজার ২৫০ টাকা পরিশোধ করেছেন। কিন্তু নতুন করে দুই হাজার ২৫০ টাকা নির্ধারণ করেছে কলেজ কর্তৃপক্ষ। এই ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল অধ্যক্ষের কাছে গিয়ে তাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ জানান।

অধ্যক্ষ তাদের বলেছেন, আগে ফি দিলে নতুন করে দিতে হবে না।

সরকারি বিএম কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া বলেন, ‘শিক্ষার্থীরা যদি সেশন ফি আগে দিয়ে থাকে তাহলে এখন দিতে হবে না। যারা দেয়নি তাদের দিতে হবে। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, এতে আমারও সমর্থন রয়েছে। আমি তাদের বলেছি, যারা আগে দিয়েছে তাদের এখন আর দেওয়ার প্রয়োজন নেই। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ থেকে সরে আসে।’

সর্বশেষ