২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের পছন্দের প্রার্থী জসিম উদ্দিন পৈত্তিক সম্পত্তি বেদখল হওয়ায় নিঃশ্ব হয়ে গেলেন নিরঞ্জন মিত্র ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার

বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহিম ফারুকসহ ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পাবলিক মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত ইব্রাহিম ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনার পর পুরো উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাউফল পৌরমেয়র জিয়াউল হক জুয়েল সমর্থক ছাত্রলীগ নেতাকর্মীরা একটি মিছিল শেষে পাবলিক মাঠ অতিক্রমকালে স্থানীয় এমপি ও সাবেক চিফ হুইপ আসম ফিরোজ সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি (আ স ম ফিরোজ গ্রুপের) ইব্রাহিম ফারুকসহ বেশ কয়েকজন আহত হন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ ঘটনা নিশ্চিত করে জানান, পৌর আওয়ামী লীগের সভাপতি আহত হয়েছেন। এছাড়া তেমন কেউ আহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, বাউফলে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় এর আগেও বেশ কয়েকটি রাজনৈতিক হত্যাকাণ্ডসহ শতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

সর্বশেষ