২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের পছন্দের প্রার্থী জসিম উদ্দিন পৈত্তিক সম্পত্তি বেদখল হওয়ায় নিঃশ্ব হয়ে গেলেন নিরঞ্জন মিত্র ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার

ভোলা সরকারি স্কুলের ব্যাচ-৮৭ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইয়াছিনুল ঈমন, ব্যুরো চীফ,ভোলা।

‘আমাদের দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ এ স্লোগান নিয়ে ভোলা সদর উপজেলার ৫ নং বাপ্তা ইউপির মুছাকান্দি এলাকায় ভোলা সরকারি স্কুলের ব্যাচ ৮৭ বন্ধুরা রাস্তার দুপাশে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছেন।

আজ সোমবার (২৯ জুন) সকাল ৯টায় ভোলা সরকারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথি বলেন, আমি তোমাদের জন্য দোয়া করি এবং তোমাদের মতো এই মহতি কাজে যেন আমার অন্যান্য ছাত্ররা এগিয়ে আসে।

ব্যাচ ৮৭ বন্ধুদের মধ্য থেকে বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা ও দৈনিক ভোলার বাণী সম্পাদক মোহাঃ মাকসুদুর রহমান বলেন, আমরা চাই আমাদের বড় ভাইরা সহ সমাজের সকল শ্রেণির মানুষ এসব মহতি কাজে এগিয়ে আসবেন, আমরা স্কুলের পুরাতন ভবন যাতে না ভেঙ্গে পুরাকৃর্তি হিসেবে রাখা যায় সে ব্যাপারে স্কুল কমিটি, পুরাতন সিনিয়র ছাত্র এবং সরকারের সাথে আলাপ করা সহ আমরা স্কুলের ব্যাপারে আরো অনেক কর্মসূচি হাতে নিয়েছি।

পরে মোনাজাতের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ৮৭ ব্যাচের বন্ধু প্রকৌশলী মঞ্জুর আলম নিরব, শিক্ষক গোলাম নবী, ভুমি উপসহকারী সোলায়মান, ব্যাবসায়ী সাইদুর রহমান মাসুদ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা।

উল্লেখ, ব্যাচ ৮৭ বন্ধুরা মিলে করোনার প্রথম দিকে ‘হাত বাড়িয়ে দাও’ শ্লোগান নিয়ে অসহায় বন্ধু সহ তাদের স্বজনদের সহযোগিতা করে আসছে।

সর্বশেষ