১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাগদা ও গলদা চিংড়ির রেনুপোনা শিকারের মহোৎসব ভুল চিকিৎসার অজুহাতে যে হামলা-আক্রমণ হয়, তা ন্যাক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গলচিপায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার বারি মুগডাল ভাঙ্গানো মেশিন : দক্ষিণাঞ্চলের কৃষকের স্বপ্নপূরণ কুয়াকাটার পর্যটন ব্যবসায় দাবদাহের প্রভাব, বাতিল হচ্ছে বুকিং শাকিবের জন্য পাত্রী খুঁজছে পরিবার! কাউখালীতে জাহাজের ধাক্কায় বাল্কহেড ডুবি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-৩৭ বছর চান শিক্ষামন্ত্রী মঠবাড়িয়ায় যুবককে অপহরণের অভিযোগ,  চেয়ারম্যান সহ ১১ জনের বিরুদ্ধে মামলা পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে কুয়েট শিক্ষার্থীদের প্রশিক্ষণ

মঠবাড়িয়ায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত করল স্বামী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ শনিবার কলহের জেরে বাড়িতে যেতে না চাওয়ায় স্বামী তাঁকে কোপান বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূকে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই গৃহবধূ হলেন- উত্তর মিঠাখালী গ্রামের বায়েজিদ হোসেনের স্ত্রী ফারজানা আক্তার (১৮)। এ ঘটনার পর থেকে বায়েজিদ পলাতক বলে জানিয়েছে পুলিশ। এ কারণে চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজেডএম মাসুদুজ্জামান বলেন- ‘ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, একই গ্রামের রুহুল আমিন আকনের মেয়ে ফারজানার সঙ্গে এক বছর আগে বায়েজিদের বিয়ে হয়। এরপর থেকে ফারজানাকে নির্যাতন করতেন বায়েজিদ। তিনি নেশাগ্রস্ত হয়ে পড়ায় সম্প্রতি ফারজানা বাবার বাড়িতে চলে যান। বায়েজিদ আনতে গেলেও ফারজানা আসেননি। এর জেরে আজ বেলা ১১টার দিকে বায়েজিদ শ্বশুরবাড়িতে গিয়ে ফারজানাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরিবারের সদস্যরা ফারজানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সোহেল রানা বলেন, ফারজানার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সর্বশেষ