৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মির্জাগঞ্জে জমি দখল ও বসত ঘর ভাঙ্গচুর, গ্রেফতার-১

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মোঃ গোলাম সরোয়ার মনজু
মির্জাগঞ্জ প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় প্রভাব খাটিয়ে জমি দখলের চেস্টার ও বসত ঘর ভাংচুর করার মামলার সূত্রে জানা যায়, ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামের মৃত্যু আঃ আজিজ খানের ছেলে মোঃ আবু বকর সিদ্দিকির তার পিতার দাদার রেকর্ডিয় সম্পত্তি মোট জমি ১একর ০৬শতাংশ একই বাড়ির লোক জন মোঃ রশিদ খান ( ৬০) আলেয়া বেগম(৬৪) মোঃ ছোবাহান (৩২) মিতা মৃত্যু কাজেম খান, মোঃ রাসেল (২৫) মোঃ রানা (২০) পিতাঃ রশিদ খান, মোঃ জুয়েল (খান) মোঃ ছোবাহান খান মোঃতৌহিদ খান (৪০)পিতাঃমৃত্যু ইউনুচ খান। মোসাঃ পারুল (৫০), স্বামী রশিদ খান, মোসাঃ রেনু বেগম, স্বামী মোঃ ছাবাহান খান গংদের সাথে জমা জমি নিয়ে বিরোধ চলছে। পূর্বের শত্তুতার জের ধরে পরিকল্পিত ভাবে গত ২৬-২-২০২১ইং তারিখ বাড়িতে বসে অকথ্য ভাষায় গালাগালি করে এর প্রতিবাদ করলে বাদী মোঃ আবুবকর সিদ্দিক গংদের উপর,রড, লাঠি দিয়ে হামলা করে কিল ঘুষি মারিতে থাকে এতে মোসাঃ লাইজু বেগম, মোসাঃ নাছিমা বেগম , শাহাদাত, মরিয়ম আহত, জখম হয়। বসত ঘর ভাংচুর করে লাইজু বেগমের গলায় থাকা ১২ আনা ওজনের চেইন, মোবাইল, ছিনিয়ে নিয়ে যায়। ঘর ভাংচুর, ঘরের আসবাব পত্র, চাল, ডাল, তৈল ও পাতিলে থাকা ভাত সহ ফেলে দিয় প্রায় ১,২০,০০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকার ক্ষতি সাধন করে। জিবন নাশের হুমকি দেয়। এব্যাপারে গত ২৬/২/২০২১ইং তারিখ বিকেলে মির্জাগঞ্জ থানায় মামলার আলোকে দিলে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মহিব বুল্লাহর পরামর্শে এস আই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে গত শুক্রবার বিকেল ৫, ৩০ মিঃ গাবুয়া বাজার সংলগ্ন মহাসড়ক থেকে ১ নং বিবাদী মোঃ রশিদ খান কে গ্রেফতার করে গত ২৭/০২/২০২১খ্রি শনিবার সকাল ১০ ঘটিকায় পটুয়াখালী জেলার জেল হাজতে প্রেরণ করা হয়। এব্যাপারে ওসি মোঃ মহিব বুল্লাহ বলেন,

সর্বশেষ