৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালের নথুল্লাবাদ টার্মিনালে বাস চলাচল স্বাভাবিক ঝালকাঠিতে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানকে শোকজ কাউখালীতে পরকীয়া জানাজানি হওয়ায় গৃহবধূর আত্মহত্যা বাউফলে জেলেদের ৬ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ ঝালকাঠিতে নেতার প্রার্থীর পক্ষে কাজ না করায় আ.লীগের ১০জন বহিষ্কার গৌরনদীতে ১০৪ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা নথুল্লাবাদ কেন্দ্রীয় টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানিয়ে বরিশালে বিএনপির লিফলেট বিতরণ চাঁদপুরায় গণকের কথায় খলিলের মাংসের দোকানে তালা দিয়েছে মেম্বার ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ‌আহত ৩৫

রাঙ্গাবালীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১১, আটক ৩

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের নিজকাটা গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘ ৬ বছর ধরে নিজকাটা মৌজার ১ একর ৯২ শতাংশ জমি নিয়ে মিলন খলিফা এবং নজরুল খলিফার মধ্যে বিরোধ চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে বিরোধী ওই জমিতে মাটি কাটতে যায় মিলন খলিফার লোকজন। এনিয়ে দুই পক্ষ মুখোমুখি হয়। একপর্যায়ে নজরুল খলিফার পক্ষ নিয়ে নিজকাটা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহির হাওলাদারের নেতৃত্বে ২০-২৫ জন লোক ধারালো দেশি অস্ত্র নিয়ে মিলন খলিফার লোকজনের ওপর হামলা চালায়। বিকেল পর্যন্ত তিন দফায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।এতে এক নারীসহ ১১ জন আহত হয়। আহতরা হলেন – নিজকাটা গ্রামের শওকত খলিফা (৪০), মিলন খলিফা (৫০), আকতার খলিফা (৩৫), মাছুম খলিফা( ২৫), আরিফ খলিফা (২১), রাব্বি খলিফা (১৮), খুকি বেগম (৪০), কিশোর খলিফা (২৫), ইউনূস (৩০), জাকির (৪৫) ও সিহাব (১৭)। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে গুরুত্বর আহত শওকত, কিশোর, রাব্বি ও খুকিকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। মিলন খলিফার দাবি, হামলায় তাদের আটজন আহত হয়েছে। তবে নজরুল খলিফা দাবি করছেন, তাদের তিনজন আহত হয়েছে।
এদিকে এ ঘটনায় ওইদিন রাতে নজরুল খলিফা (৬০) ফারুক হাওলাদার (৫৫) ও সজিবকে (৩২) আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আহতরা থানায় এসেছে। চারজনকে চিকিৎসায় পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ