২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না বরগুনায় বাড়ছে ডায়রিয়া রোগী, জায়গা নেই হাসপাতালের মেঝেতেও

‘র‍্যাগ ডের’ নামে ডিজে পার্টি, অশ্লীলতা নয়

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

‘র‍্যাগ ডে’ উদ্যাপনের নামে অশোভন আচরণ, অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, নিষিদ্ধ ও নিষ্ঠুর কর্মকাণ্ড এবং বুলিং (উত্ত্যক্ত করা) বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

৩ জুলাই ইউজিসি এক চিঠিতে বিশ্ববিদ্যালয়গুলোকে এই নির্দেশ দিয়েছে । উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে। ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মো. ওমর ফারুখ চিঠি পাঠানোর বিষয়টি আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকেও একই ধরনের চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন ইউজিসির একজন কর্মকর্তা।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘র‍্যাগ ডের’ পরিবর্তে ‘শিক্ষা সমাপনী উৎসব’ পালন করার সিদ্ধান্ত নিয়েছে। গত ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা সমাপনী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান নিজ নিজ বিভাগ বা ইনস্টিটিউট চত্বরে করা যাবে। পথচারীদের চলাচল স্বাভাবিক রেখে ছাত্র–শিক্ষক কেন্দ্রে সমবেত হয়ে শিক্ষার্থীরা র‍্যালি করতে পারবেন। ক্লাস চলাকালে উচ্চ স্বরে বাদ্যবাজনা পরিহার করতে হবে। শিক্ষা সমাপনী উৎসবের দিন রাত ১০টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কাজ থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে হবে।

সর্বশেষ