২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
নাজিরপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় আহত ১২ ভোলায় নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড বরিশালে শিশুসহ যাত্রীবেশে অটোরিশায় উঠে ছিনতাই, দম্পতিসহ গ্রেপ্তার ৪ কাশিপুরে জনসংযোগ করেন আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী খান মামুন কলাপাড়ায় নিখোঁজের ১৭ ঘন্টা পর শ্রমিকের লাশ উদ্ধার পটুয়াখালীতে জাল ভোট দিতে গিয়ে শ্রীঘরে নারী গলাচিপায় কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালিত গলাচিপায় মাঠে মাঠে হলুদ সূর্যমুখী ফুলের সমারোহ নির্বাচনের প্রার্থীর পক্ষে ট্যাংক ভর্তি ফ্রী শরবত খাওয়ানোর দায়ে ১ জনের কারাদণ্ড বৃষ্টির জন্য গলাচিপায় ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত

সাংবাদিকতার উৎকর্ষতায় অবদান রেখে গেছেন মানিক মিয়া : মেনন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সাংবাদিকতার উৎকর্ষতায় লেখনীর মাধ্যমে অবদান রেখে গেছেন মানিক মিয়া জানিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘মানিক মিয়া লেখায় কোনো হস্তক্ষেপ করতেন না। এদেশের অনেক বড় বড় সাংবাদিক তার হাত দিয়ে তৈরি হয়েছে। সাংবাদিকতার উৎকর্ষতা, সম্পাদনে উৎকর্ষতা মানিক মিয়া তার পত্রিকার মাধ্যমে, লেখনীর মাধ্যমে করে গেছেন।’

আজ বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মেনন বলেন, ‘সাংবাদিকরা লড়াই করে যাচ্ছেন। প্রথমে লড়াই করেছেন ১৯৬২ সালে। ষাটের দশকের কালাকানুনের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছেন সাংবাদিকরা। সামরিক শাসন যুগ নব্বই দশকের অভ্যুত্থানের পরে এদেশের সাংবাদিকতা জগতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। একটা স্বাধীন সাংবাদিকতার পথ খুঁজে পেয়েছিলাম। আমরা সেটাকে ব্যবহার করেছি না অপব্যবহার করেছি।’

এসময় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘লেখনী দিয়ে বঙ্গবন্ধুকে সবার সামনে এনেছিলেন মানিক মিয়া। তাকে শুধু সাংবাদিক হিসেবে শ্রদ্ধা জানাই তা নয়, বরং স্বাধীনতার অন্যতম সহযোগী হিসেবে শ্রদ্ধা জানাই।’

তিনি আরও বলেন, ‘আমরা পেশাগত কোনো কারণে বিভক্ত হইনি, আমরা রাজনৈতিকভাবে বিভক্ত হয়েছি। ১৯৯০ এর পর ক্ষমতাসীনরা সাংবাদিকদের বিভক্ত করেছে। অনেকে বলেন, সাংবাদিক হিসেবে আপনারা নিরপেক্ষ হন। কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে আমরা অবশ্যই নিরপেক্ষ হবো। তবে যখন দেশের সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত আসবে, সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়বে তখন কিন্তু চুপ থাকার সুযোগ নেই।’

সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘সাংবাদিকদের রাজনৈতিক দর্শন থাকতেই পারে। এখন দেখার বিষয় হলো আমরা সেটাকে পেশার মধ্যে মিলিয়ে ফেলছি কিনা। দুঃখজনক হলো আমাদের রাজনীতিতেও যেমন ধস নেমেছে, সাংবাদিকতায়ও তেমন ধস নেমেছে।’

প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘সাংবাদিকতার প্রবাদ পুরুষ বললে যে নামটি আসে সেটি হলো তফাজ্জল হোসেন মানিক মিয়া। স্বাধীনতার যে আন্দোলন, সেখানে জনমত গঠন করেছিলেন মানিক মিয়া। রাজনৈতিক নেতা না হয়েও তিনি জেল খেটেছেন। বঙ্গবন্ধু যখনই বড় কোনো কাজ করতেন, মানিক মিয়ার সঙ্গে পরামর্শ করতেন।

সর্বশেষ