২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পৈত্তিক সম্পত্তি বেদখল হওয়ায় নিঃশ্ব হয়ে গেলেন নিরঞ্জন মিত্র ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না

সিনেমা’র নাম “পোস্টার”

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এ আল মামুন, বিনোদন ডেস্কঃ অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ চলতি বছরে একের পর এক কাজ করছেন । ওয়েব ফিল্ম ‘ব্যাচ-২০০৩’ ও ‘কসাই’তে অভিনয় করে দারুণ প্রশংসিত হন। এরই মধ্যে তিনি নারী ডাকাতের চরিত্রে কাজ করেছেন। নির্মাতা অনন্য মামুনের ‘অমানুষ’ শিরোনামের ছবিতে অভিনেত্রীকে এমন হিংস্র রূপে দেখা যাবে। খুব শিগগিরই এই ছবির শুটিং শেষ করবেন বলে জানান তিনি।

এদিকে নওশাবা শোবিজ ও শোবিজ সংশ্লিষ্ট মানুষের গল্প নিয়ে সাইফ চন্দনের ছবি ‘পোস্টার’ কাজ করেছেন। নওশাবা বলেন, ‘পোস্টার’ কোন সাধারণত যা দেখি- সেই ধরণের কোন গল্প নয়। আমার চরিত্রটিও খুব সুন্দর। মূলত মফস্বল থেকে এ শহরে উঠে আসা একজন স্বপ্নবাজ নারীর। যে কি না, মানুষকে নিয়ে, মানুষের মন নিয়ে অনেক ভাবে। খুব ভালো লাগছে কাজটি করে। অনেক আশাবাদী। আমার অংশের শুটিং এখনো দুই দিন বাকি। আগামী মাসে সেটা হওয়ার কথা।

ছবিটির পরিচালক চন্দন বলেন, ‘পোস্টার’ মূলত সম্পর্কের গল্প৷ যেখানে সম্পর্ক গুলো প্রয়োজনে আসে, তৈরি হয়, আবার প্রয়োজন শেষেই মিলিয়ে যায়। সবাই ছুটে সাকসেস এর পিছনে ‘পোস্টার’ এ নিজের জায়গা করে নেয়াতেই যেন আনন্দ। কিন্তু সেই সাকসেসের জন্যে কত সম্পর্ক পিছিয়ে যায়, কত শত অন্যায় হয়। তার দিকে যেন ফিরিয়ে তাকায় না।
চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন সাঞ্জু জন, আফ্রি সেলিনা, সাইফ, অলংকার, রাশেদ মামুন অপু, সঞ্চিতা, শিবা সানু, ডন, স্বাধীন, জাহিদ, রেশমিসহ আরো অনেকেই।

সর্বশেষ