২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের পছন্দের প্রার্থী জসিম উদ্দিন পৈত্তিক সম্পত্তি বেদখল হওয়ায় নিঃশ্ব হয়ে গেলেন নিরঞ্জন মিত্র ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার

সিরাজগঞ্জে প্রতিদিন ১০ জন করোনা রুগীর পরীক্ষার খরচ দেবেন এমপি মুন্না

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-
সিরাজগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষায় আরটি-পিসিআর পরীক্ষার জন্য সরকারি ফি নির্ধারণ করে দেয়ায় সিরাজগঞ্জ-ও-কামারখন্দ নির্বাচনী এলাকার প্রতিদিন ১০ জন নিম্নআয়ের মানুষের করোনার নমুনা পরীক্ষার খরচের দায়িত্ব নিয়েছেন সিরাজগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি । জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্যই তিনি প্রতিদিন ১০ জন করোনার নমুনা দেয়া রোগীর খরচের দায়িত্ব নেয়ার সিদ্ধান্ত গ্রহন করেছেন।
এ জন্য করোনা পরীক্ষা বিষয়ক কার্যক্রম বাড়াতেই হাসপাতালে অতিরিক্ত দুইটি বুথ স্থাপন করা হয়েছে। এবং সেই সঙ্গে ব্যক্তিগত তহবিল থেকে বেতন দেয়ার মাধ্যমে নমুনা সংগ্রহে স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়ার জন্যও নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
গত ২৯ জুন থেকে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষায় আরটি-পিসিআর পরীক্ষার জন্য ফি নির্ধারণ করে দিয়েছে সরকারী ভাবে ।
বুথ থেকে সংগৃহীত করোনার নমুনা পরীক্ষার জন্য ২০০ টাকা, বাসায় গিয়ে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ৫০০ টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা পরীক্ষার জন্য ২০০ টাকা পরীক্ষা ফি নির্ধারণ করা হয়েছে। এর ফলে বিপাকে পড়েছে নিম্ন আয়ের সাধারন মানুষেরা ।
সিরাজগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদুর রহমান হীরা বলেন, সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক
ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন নিম্ন আয়ের সাধারন মানুষের জন্য অনেক বড় সাহায্যের সুযোগ তিনি করে দিয়েছেন এবং তার উদ্যোগেই সিরাজগঞ্জে এই পিসিআর মেশিন স্থাপন করার কারনেই সিরাজগঞ্জের মানুষেরা সঠিক সময়ে করোনার পরীক্ষা করতে পারছেন।

সর্বশেষ