১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আস্থার প্রতিদান কাজের মাধ্যমে দিতে চাই : নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান জসিম বরিশাল সদর উপজেলা নির্বাচনে জামানত হারাচ্ছেন ৩ প্রার্থী ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা কবে, জানাল বিপিএসসি ৬ জুন বাজেট ঘোষণা দেশে ৩৮ দিনে বজ্রপাতে ৭৪ জনের মৃত্যু, বেশির ভাগই কৃষক আগৈলঝাড়ায় পিকআপভ্যানের ধাক্কায় স্কুলছাত্রের মৃ*ত্যু বাকেরগঞ্জে নির্বাচন কর্মকর্তা-পুলিশের ওপর হা*মলায় ঘটনায় পৃথক দুই মামলা, গ্রেপ্তার ২ বিদেশে পাঠানোর নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল পাথরঘাটার জলিল বরিশালে নদীতে বিষপ্রয়োগ করে মাছ শিকার, যুবককের ১ বছরের কারাদণ্ড চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ সন্তানের জননীর অনশন

সিলেটে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির মানববন্ধন ও কর্মবিরতি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সিলেট প্রতিনিধি :: ঢাকা-সিলেট হাইওয়ে রোডসহ সিলেটের বিভিন্ন রোডে অবৈধ সিএনজি চালিত অটোরিক্সা চলাচল বন্ধসহ ৭ দফা দাবিতে আজ রবিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুলে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার, সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর বাস, মিনিবাস মালিক ও শ্রমিক সমিতি মানববন্ধন ও শ্রমিক কর্মবিরতি পালন করেছে।

সিলেট-জগন্নাথপুর-বিশ্বনাথ-রামপাশা বাস মিনিবাস মালিক গ্রুপ’র সভাপতি, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সিএনজি অটোরিক্সা চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশেষ করে হাইওয়ে রুটে চলাচলের উপর হাইকোর্টের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তার পরও রহস্যজনক কারণে সিলেটে হাইওয়েসহ বিভিন্ন রোডে সিএনজি চলাচল অব্যাহত রয়েছে। ফলে এ নিয়ে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বক্তারা আরো বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সিলেট-ঢাকা মহাসড়কে অটোরিক্সা চলাচল বন্ধ, যত্রতত্র গড়ে ওঠা অবৈধ অটোরিক্সা (সিএনজি) স্ট্যান্ড অপসারণ, রেজিস্ট্রেশন বিহীন অটোরিক্সা চলাচল সম্পূর্ণরূপে বন্ধকরণ, অটোরিক্সার টুকেন বাণিজ্য সহ মানববন্ধনে আহূত ৭ দফা দাবী বাস্তবায়িত না হলে অচিরেই সমগ্র সিলেট জেলা বাস মালিক সমিতি, সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন এবং আন্তঃনগর সহ যৌথ সিদ্ধান্তের আলোকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের সিনিয়র সহ সভাপতি শাহ নুরুর রহমান, সহ সভাপতি সৈয়দ মৌরশ আলী, পারভেজ মিয়া ও মোক্তার আহমদ, সিলেট-জগন্নাথপুর-বিশ্বনাথ-রামপাশা বাস মিনিবাস মালিক গ্রুপের সহ সভাপতি শেখ ছুরুক মিয়া, মো. ইজার আলী, সেক্রেটারী শাহীন আহমদ, সদস্য রইছ উদ্দিন চৌধুরী, বাচ্চু মিয়া, ফারুক মিয়া, জগন্নাথপুর সোহাগ সমিতির সভাপতি রুহেল আহমদ, সদস্য আব্দুল মালেক, জালাল আহমদ, শামীম মিয়া।

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের সেক্রেটারী এম.এ কাইয়ূম, শেরপুর শাখার ম্যানেজার জাহাঙ্গীর খান ও সিলেট-জগন্নাথপুর মালিক সমিতির ম্যানেজার নজরুল ইসলাম মনিরের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন- সিলেট-শ্রীমঙ্গল মালিক গ্রুপের সদস্য আব্দুল আজিজ, অরুন কুমার দেব, ফরিদুর রহমান, সামছুদ্দিন বাবুধন, আফতাব উদ্দিন, সিলেট-শ্রীমঙ্গল শ্রমিক সমিতির সভাপতি বাবরু মিয়া, সেক্রেটারী অশোক কুমার দেব, সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়া, সিলেট-জগন্নাথপুর-বিশ্বনাথ-রামপাশা বাস মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি ফজর আলী, সহ সভাপতি হিরন মিয়া, সেক্রেটারী শাহজাহান মিয়া, সহ সাধারণ সম্পাদক আব্দুল শহিদ, সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া, ক্যাশিয়ার সুন্দর আলী, সদস্য জুবেল আহমদ প্রমুখ।

সর্বশেষ