২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না বরগুনায় বাড়ছে ডায়রিয়া রোগী, জায়গা নেই হাসপাতালের মেঝেতেও

৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবীতে জেনেভা জাতিসংঘ প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

প্রেস রিলিজঃ

গত ৭ ই জুলাই বুধবার , জেনেভা জাতিসংঘ প্রাঙ্গনে ব্রোকেন চেয়ারের পাদদেশে “একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি , সুইজারল্যান্ড শাখা”র ( International Forum for Secular Bangladesh , Switzerland chapter ) উদ্যোগে , নির্মূল কমিটি কেন্দ্রীয় ও সর্বইউরোপীয় শাখার সর্বাঙ্গীন পৃষ্ঠপোষকতায় , ইউরোপের বিভিন্ন দেশের সামাজিক ও রাজনৈতিক সংঘঠনের ব্যানারে , ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবীতে এবং মিয়ানমারে চলমান গণহত্যার কারনে পালিয়ে বেঁচে যাওয়া বাংলাদেশে আশ্রয়গ্রহনকারী ১১ লক্ষাধিক রোহিঙ্গা শরনার্থীর দ্রুত স্বদেশ প্রত্যাবর্তনে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্রদায়কে আহব্বান জানিয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে ।

সর্বইউরোপীয় নির্মূল কমিটি শাখার সভাপতি তরুনকান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত , সুইজারল্যান্ড শাখার সভাপতি রহমান খলিলুর মামুনের সন্চালনায় এই সমাবেশের ভার্চুয়াল আলোচনায় উদ্বোধনী ভাষন দেন নির্মূল কমিটি কেন্দ্রীয় শাখার সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির । ভার্চুয়াল আলোচনায় মানববন্ধনের প্রতি নৈতিক ও সাংগঠনিক সমর্থন জানিয়ে সর্ব ইউরোপীয় আওয়য়ামী লীগের নন্দিত সভাপতি , নির্মূল কমিটি অস্ট্রীয়া শাখার সভাপতি “ এম নজরুল ইসলাম “ গুরুত্ব পূর্ণ বক্তব্য প্রদান করেন ।সমাবেশে কায়িকভাবে উপস্হিত থেকে সভাপতির বক্তব্য প্রদান করেন তরুন কান্তি চৌধুরী ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে , বিশ্বময় গণহত্যা ও গণধর্ষন প্রতিরোধে কার্যকর ভূমিকা নিয়ে , ৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবী জানিয়ে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাগার্ড ও ব্যানার নিয়ে উপস্হিত ছিলেন —উদ্যেগতা সংগঠন , একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সুইজারল্যান্ড শাখা ও ফ্রান্স শাখা , সুইজারল্যান্ড আওয়ামীলীগ , ফ্রান্স আওয়ামীলীগ , সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদ ও সুইজারান্ড ইন্ট্যারন্যাশনাল বঙ্গবন্ধু ফাউন্ডেশন , সর্বইউরোপীয়ান মুক্তিযোদ্ধা সংসদ এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার বিদেশী নেতৃবৃন্দ ।

গণহত্যার বিরুদ্ধে তীব্র ঘৃণা ও নিন্দা প্রকাশ করে , ৭১ এ বাংলাদেশে পাকিস্তানী সামরিক জান্তা যে বর্বর নারকীঁয গণহত্যা ও গণধর্ষন চালিয়েছিল , তার আন্তর্জাতিক স্বীকৃতি দাবী করে ধারাবাহিক বক্তব্য প্রদান করেন — সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খান , সহ সভাপতি আনিস হোসেন , সহ সভাপতি মশিউর রহমান সুমন ,যুগ্ন সম্পাদক মাসুম খান দুলাল , যুগ্ন সম্পাদক শাহ আলম এগার , আওয়ামীলীগ নেতা আকন্দ আজাদ , সুইজারল্যান্ড আওয়ামীলীগের উপদেষ্টা আবুল খায়ের মনির , বিপুল তালুকদার , ফ্রান্স আওয়ামীলীগের সাধারন সম্পাদক হেদায়তুল হোসেন কায়েস , শুব্রত শুভ ,স্বপন আহমেদ , উদয়ন বড়ুয়া , দেবেশ বড়ুয়া , সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জসীম উদ্দীন ভুঁইয়া , সাধারন সম্পাদক খান শরীফ , ইন্টারন্যাশনাল বঙ্গবন্ধু ফাউন্ডেশেন সুইজারল্যান্ড শাখার সভাপতি গোলাম মোর্শেদ , সাধারন সম্পাদক মোহাম্মদ ইকবাল , নির্মূল কমিটি ফ্রান্স শাখার সভাপতি চলচিত্র নির্মাতা প্রকাশ রায় , সাধারন সম্পাদক আমিন হাজারী , সর্বইউরোপীয় মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক মিয়া আবুল কালাম , সুইজারল্যান্ড নির্মূল কমিটির সাধারন সম্পাদক পলাশ বডুয়া । সমাবেশের সাংগঠনিক তত্তাবধানে থাকা , সুইজারল্যান্ড আওয়ালীগ নেতা ও কমিউনিটি ব্যাক্তিত্ব জমাদার নজরুল ইসলাম ও বাংলাদেশ মাইনরটি কাউন্সিলের সভাপতি অরুন বডুয়া প্রমূখ প্রতিবাদী বক্তব্য প্রদান করেন ।
সমাবেশে উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন – সুইজারল্যান্ড আওয়ামী লীগের উপদেস্টা মোহাম্মদ জুয়েল , জেনেভাস্থ বাংলাদেশ ক্লাব সভাপতি হারুন রশীদ , প্রাক্তন সভাপতি আশরাফুল ইসলাম আজাদ , যুথী রশীদ , পূর্নীমা খান , অলি শেখ ,আওয়ামীলীগ নেতা আবু নাঈম , সুমন ভূঁইয়া , শামীন রানা আকবর হোসেন ও কামরুল বাবু ।
প্রতিবাদ সমাবেশের সার্বক্ষনিক তত্বাবধান ও ফটোগ্রাফী , ভিডিওগ্রাফী , আইটি সেলের দায়িত্ব পালন করেন – সুনীল চক্রবর্তী , সৃজন রহমান , মুক্তা আক্তার , সুইজারল্যান্ড বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রচার সম্পাদক আইয়ান জুনায়েদ ও মুক্তিযুদ্ধ গবেষক ব্লগার অমি রহমান পিয়াল ।
সকলকে আপ্যায়ন ও গনহত্যার পোষ্টার প্রদর্শনী শেষে বিকেল সাড়ে পাঁচটায় সমাবেশের সমাপ্তি ঘোষনা করা হয় ।

সর্বশেষ