২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পৈত্তিক সম্পত্তি বেদখল হওয়ায় নিঃশ্ব হয়ে গেলেন নিরঞ্জন মিত্র ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না

কবি দিলরুবা ইয়াছমিন এর কবিতা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

“অদৃশ্য মায়াজাল”
কবি দিলরুবা ইয়াাছমিন
===≠==≠==≠========
হে অদৃশ্য মায়াজাল,
তুমি মানব নাকি মানবী?
তোমার মায়ার টানে
আমি যে যাই হারিয়ে।
কোথা থেকে এসেছো তুমি?
কি নাম তোমার?
ঠিকানা কোথায়?
কেন আড়ালে লুকিয়ে আছো
একবার তুমি দেখা দাও।
হৃদয়ের গহীন তলে
বেজে ওঠে মোহন বাঁশি
থেমে যায় সব কলতান।
উড়ন্ত বলাকার মতো চোখ
দুটি চলে যায় দূর দুরান্তে।
এই মন বড়ই উচাতন
বার বার মনে হয় আমি
যাকে ভাবি তুমি সে নও।
হে অদৃশ্য মায়াজাল,
আমি আবারো বলছি
তুমি মানবী নাকি মানব?
ক্ষনে ক্ষনে মনে হয় তুমি মানবী আবার পরক্ষনে
মনে হয় তুমি মানব।
কেন এতো লুকোচুরি?
কি আড়াল করতে চাও
তুমি আমার কাছ থেকে?
হতে পারো তুমি মানব
অথবা মানবী তাতে কিবা আসে যায়।
তুমি হৃদয় জেগে উঠা জোছনা কুমারী
নাকি
স্বর্গের অপ্সরী।
আমার এ ভ্রান্তি ভেঙে দিয়ে
তুমি সামনে এসো
যুগল নেত্রে আমি তোমায় দেখি।
যদি ভুল করে এসে থাকি
তোমার লুকায়িত জীবনে
তবে বিনম্র চিত্তে ক্ষমা করো।
যদি ভ্রান্তির ছলে দূরে সরে যাই
তাহলেও ক্ষমা করো।
হে অদৃশ্য মায়াজাল,
তুমি না হয় আড়ালেই থেকে যাও।
আমি না হয় নিজেকে
তোমার মাঝেই হারায়।

সর্বশেষ