মনির হোসেন (বাকেরগঞ্জ)ঃ
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের আওয়ামিলীগের সাধারন সম্পাদক বিমল চন্দ্র স্বাহা সহ ১৪ জনকে জেল হাজতে প্রেরণ করেছে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত।
গতকাল সোমবার আসামীরা কোর্টে হাজিরা দিতে গেলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
মামলা সূত্রে জানা গেছে ,
নিয়ামতি বন্দরে বাদী মোঃ শাহজাহান মৃধা (৬২) পিতা মৃত্যু সেকান্দর আলী মৃধা, সাং কামদেব পুর, থানা নলছিটি জেলা ঝালকাঠি। এ/পি সাং নিয়ামতি, তিনি উক্ত বন্দরে সম্পত্তি ক্রয় করে ১৭ বছর যাবৎ দোকানপাট ও বসতবাড়ী নির্মাণ করে থাকছেন। গত ০৭/১১/২০২০ ইং সালে রোজ শনিবার আনুমানিক দুপুর ১ঃ০০ ঘটিকায় বিবাদী মোঃ শাহজাহান মৃধা (৬২) এর কাছে ৫ লক্ষ্য টাকা চাঁদা দাবী করেন। তিনি দিতে অস্বীকার করলে আসামীরা তার দোকানপাট বাসাবাড়ি ভাংচুর ও লুটপাট করেন। উক্ত ঘটনার বিবৃতি দিয়ে বিবাদী মোঃ শাহজাহান মৃধা (৬২) ১৫ জনের নামে বরিশাল কোর্টে মামলা দায়ের করেন যাহার নং সিআর ৪০৪,
আসামীরা হলেন
১| ইউপি মেম্বার আলমগীর মৃধা (৪৫)
পিতা মৃত্যু আঃ হামিদ মৃধা, সং নিয়ামতি।
২| ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিমল স্বাহা (৬০) পিতা মৃত্যু শাশ্বানাথ স্বাহা সং নতুনবাজার।
৩| মোঃ বাসার খান (৩৫) পিতা মৃত্যু দেনছের খান সাং চামটা
৪| মোঃ বিল্লাল মৃধা (৪০) পিতা মৃত্যু আঃ মন্নান মৃধা সাং নিয়ামতি।
৫| মোঃ বাবুল মৃধা (২৫) পিতা মৃত্যু আঃ হামিদ মৃধা সাং নিয়ামতি।
৬| মোঃ মহারাজ মৃধা (৩৫) পিতা মৃত্যু মোতাহার মৃধা সাং নিয়ামতি।
৭| মোঃ মন্টু হাওলাদার (৫০) পিতস মৃত্যু আনছার হাওলাদার সাং চামটা নিয়ামতি।
৮| খলিল শিকদার (৫০) পিতা মৃত্যু খবির শিকদার সাং নিয়ামতি।
৯| মোঃ মেহেদী শিকদার (৩৫) পিতা মালেক শিকদার সাং নিয়ামতি।
১০| শ্যামল স্বাহা (৪২) পিতা রঞ্জন স্বাহা সাং নিয়ামতি।
১১| বিমল ওরফে কালাচাঁন (৪৫)
পিতা মৃত্যু গৌরাঙ্গ সাং নিয়ামতি।
১২| বাবুল মৃধা (৩২) পিতা ইউনুস মৃধা সাং নিয়ামতি।
১৩| হাসান হাওলাদার (২৮) পিতা মন্টু হাওলাদার সাং নিয়ামতি।
১৪| শুক্কুর (১৮) পিতা রফিকুল ইসলাম খান সাং নিয়ামতি।
১৫| হেলাল শিকদার (৪২) পিতা আউয়াল শিকদার সাং নিয়ামতি।