৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পূর্বের কমিটি ভেঙ্গে নতুন কমিটি করলো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরণ’

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

খবর বিজ্ঞপ্তি: সরকারি ব্রজমোহন কলেজের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ’র ২৭ তম বার্ষীক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪শে জুন উত্তরণ’র নিজস্ব কার্যালয়ে আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বােধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.মোহাম্মদ গোলাম কিবরিয়া । সংগঠনের সভাপতি মো: শাহেদ এর সভাপতিত্বে সাধারণ সভার প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো: শাকিল আহমেদ ।
আরও উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ ড.এ.এস.এম কাইয়ুম উদ্দিন আহম্মেদ, শিক্ষক পরিষদ সম্পাদক আল আমিন সরোয়ার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তী , উত্তরণ’র উপদেষ্টা , পার্থ সারথি, সুকুমার মিত্র, শেখ নাছের জামাল, দেবাষীষ চক্রবর্তী,
সাবেক সভাপতি সুখদেব মন্ডল মিঠু, কাজি তারিফ,শাকিল, আরাফাত হোসেন, হীরা ভাই প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ নির্বাচন করা হয়। কমিটি গঠনে নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন স্নেহাংসু বিশ্বাস। উত্তরণ’র নবগঠিত কমিটিতে মো: শাকিল আহমেদ সভাপতি ও প্রসেনজিৎ মন্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সাথে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মাহফুজ নুসরাত।

সর্বশেষ