৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চরফ্যাশনে সংখ্যালঘুর বাড়িতে হামলা করে ঘর ভাংচুরের অভিযোগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

 

নিজস্ব প্রতিবেদক : সংখ্যালঘুর বাড়িতে হামলা করে ঘর ভাংচুর করে জমি দখল চেষ্টা ও গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রাজ বিহারি মাঝি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। শনিবার (৫নভেম্বর) বেলা ১১টায় রবিন্দ্র সরকারের বসত ভিটায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার দুপুরে চরফ্যাশন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও ভুক্তভুগী সূত্রে জানা গেছে, তফসিলভুক্ত ৬১২নং খতিয়ানের ১একর ৮০ শতাংশ জমি দীর্ঘবছর ধরে ভোগদখলে রয়েছেন রবিন্দ্র সরকার ও তার পরিবার। ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে পৌর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সাকাওয়াত উল্লাহ মাস্টারের ছেলে জগলুল হায়দার গং এর সঙ্গে বিবাদ চলমান রয়েছে। যার ফলে চরফ্যাশন যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা রয়েছে। ভুক্তভোগী রবিন্দ্র বলেন,শনিবার বেলা ১১টার সময় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জগলুল হায়দারের নেতৃত্বে আবুল হাসেম ও আইচা রামসহ একাধিক ব্যাক্তি আমার বাড়িতে এসে জোরপূর্বক কয়েকটি সুপারিগাছ কেটে ফেলে এবং আমার বসতঘরটিও ভাংচুর করে ভেঙে ফেলে। এছাড়াও আমার বাড়ির উঠানের মাটি কেটে সবজিগাছ লাগায়। আমি ও আমার পরিবার বাঁধা দিতে গেলে আমাদের নানান ভয়ভীতিসহ হুমকি-ধমকি দিয়ে যায়। এমন অবস্থায় আমি নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এ অভিযোগ প্রসঙ্গে জানতে জগলুল হায়দারকে একাধিকবার ফোন দিয়েও না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোরাদ হোসেন বলেন, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ